তিস্তার পানির ন্যায্য হিস্যা করুনা নয় অধিকার-লেবার পার্টি
সুরমা টাইমস রিপোর্টঃ ভারতের বহুমূখী পানি আগ্রাসনের বিরুদ্ধে আর্ন্তজাতিক আদালতে ন্যায্য হিস্যা আদায়ে মামলা ও ক্ষতিপুরন আদায়ে বিশ্ব সম্প্রদায়ের হস্তক্ষেপ কামনা করে লেবার পার্টির চেয়ারম্যান ডাঃ মোস্তাফিজুর রহমান ইরান বলেছেন, পানি নিয়ে ঘৃন্য রাজনীতি মানবতা বিরোধী অপরাধের অবিচ্ছেদ্দ অংশ। তিস্তা নদীর পানির ন্যায্য হিস্যা করুনা নয়, বাংলাদেশের ১৬ কোটি মানুষের ন্যায্য অধিকার। সরকারের নতজানু পররাষ্ট্র নীতির কারনে জাতীয় স্বার্থ রক্ষা সম্ভব হচ্ছে না। আধিপত্যবাদী ভারত বাংলাদেশকে অঙ্গ রাষ্ট্র নয় পঙ্গু রাষ্ট্রে পরিনত করার ঘৃন্য অপচেষ্টা করছে।
তিনি বলেন- ভারত আন্ত:নদী সংযোগ পরিকল্পনার নামে অভিন্ন ৫৪ নদীতে বাধ ও ক্যানেলের নির্মানের মাধ্যমে বাংলাদেশকে সাহারা মরুভূমিতে পরিনত করতে চায়। বর্তমানে টিপাইমুখে বাঁধ নির্মান কাজ চললেও সরকারের ভুমিকা ও নীরবতা রহস্যজনক। সীমান্তে অস্রধারী বিএসএফ কর্তৃক নিরীহ বাংলাদেশী নাগরিক হত্যা নিত্যনৈমত্তিক ব্যাপার। তারা নির্বিচারে পাখির মতো আর্ন্তজাতিক রীতিনীতিকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে বাংলাদেশীদের হত্যা করছে। ছিটমহল গুলোতে দু:সহ মানবেতর জীবন যাপন করছে বাংলাদেশীরা। তাবেদার সরকার শুধু দেশের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে ভারতকে একচেটিয়া সুবিধা দিয়ে যাচ্ছে। তাই ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে দেশপ্রেমিক শক্তিকে ঐক্যবদ্ধ প্রতিরোধ সংগ্রাম গড়ে তুলতে হবে।
তিনি আজ (শনিবার) বেলা ১১টায় তিস্তার পানির ন্যায্য হিস্যা আদায়, টিপাইমুখে বাঁধ নির্মাণ বন্ধ ও সীমান্তে বাংলাদেশী নাগরিক হত্যা বন্ধের দাবীতে বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
ঢাকা মহানগর সভাপতি শামসুদ্দিন পারভেজের সভাপতিত্বে কর্মসুচিতে প্রধান বক্তব্যে ছিলেন লেবার পার্টির মহাসচিব হামদুল্লাহ আল মেহেদী, বিশেষ বক্তা ছিলেন সাংগঠনিক সম্পাদক মো: ফারুক রহমান, বক্তব্য রাখেন ন্যাপ ভাসানীর চেয়ারম্যান এড. আজহারুল ইসলাম, লেবার পার্টির ভাইস চেয়ারম্যান এমদাদুল হক চৌধুরী, মো: মোসলেম উদ্দিন, যুগ্মমহাসচিব এ্যাড. আমিনুল ইসলাম রাজু, মাহমুদ খান, শিক্ষকনেতা মিজানুর রহমান, লেবার পার্টির প্রচার সম্পাদক আব্দুর রহমান খোকন,ঢাকা মহানগর সাধারন সম্পাদক আশরাফ আলী হাওলাদার, যুব ফোরাম সভাপতি হুমায়ুন কবির, মহিলা সম্পাদিকা মিসেস শামিমা চৌধুরী, ছাত্রফোরাম সভাপতি কামরুল ইসলাম সুরুজ,মহানগর প্রচার সম্পাদক আবু সাঈদ প্রমুখ।
মিছিলটি বিজয়নগর পানিরট্যাংকি থেকে শুরু হয়ে পল্টন মোড়, সচিবালয় এলাকা হয়ে প্রেসক্লাবের সামনে গেলে পুলিশ মাইক কেড়ে নেয়। পরে রিক্সায় দাড়িয়ে লেবার পার্টির চেয়ারম্যান ডাঃ মোস্তাফিজ সংক্ষিপ্ত বক্তাব্য দিয়ে কর্মসুচী সমাপ্তি করেন।