আইডিয়া’র উদ্যোগে “কৃষি ও খাদ্য নিরাপত্তা” বিষয়ক প্রাক-বাজেট মতবিনিময় সভা
সুরমা টাইমস ডেস্কঃ অদ্য আইডিয়ার উদ্যোগে অক্সফাম এর সহযোগিতায় সিলেটের একটি হোটেলে “কৃষি ও খাদ্য নিরাপত্তা” বিষয়ক এক প্রাক-বাজেট ২০১৪-১৫ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আইডিয়া’র চেয়াম্যান ও মদন মহোন কলেজের অধ্যক্ষ ড. আবুল ফতেহ ফাত্তাহ এর সভাপতিত্বে সভার কার্যক্রম শুরু হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলার অতিরিক্ত জেলা প্রশাসক জনাব হাসান মাহমুদ (রাজস্ব)।- উক্ত মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন আইডিয়া’র নির্বাহী পরিচালক জনাব নজমুল হক। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিস বিভাগের প্রধান প্রফেসর ড. এম. এ ইউসুফ, সেন্টার অন বাজেট এ্যান্ড পলিসি (সিবিপি)।- আলোক হিসাবে গুরুত্ব পূর্ন আলোচনা রাখেন শাবিপ্রবি এর নৃ-বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক জনাব মনযুর-উল-হায়দার। প্রফেসর ড. এম.এ ইউসুফ তার উপস্থাপনায় কৃষি ও খাদ্য নিরাপত্তার বিষয়টি আলোচনা করতে গিয়ে সিলেটের অর্থনীতি ও সামাজিক উন্নয়নের ক্ষেত্রে কিছু চ্যালেঞ্জ এর কথা উল্লেখ করেন যেগুলোর মধ্যে অন্যতম হল: খাদ্য নিরাপত্তার অভাব, শিক্ষার হার কম, স্বাস্থ্য সুবিধার সংকট, নারী ক্ষমতায়নে স্থবিরতা, কুসংস্কারাচ্ছন্ন দরিদ্র প্রান্তিক জনজীবন, পরিবেশ বিপর্যয়, সামাজিক নিরাপত্তার অভাব ইত্যাদি। এছাড়াও আলোচনায় সভায় উপস্থিত ছিলেন বিভিন্ন এনজিও প্রতিনিধি, সমাজ সেবক, জনপ্রতিনিধি, সাংবাদিক সহ বিজ্ঞজন।