ভাতৃত্বের বন্ধনকে কাজে লাগিয়ে সামাজিক উন্নয়নে ভুমিকা রাখতে হবে
দি এইডেড হাইস্কুল-এর এসএসসি ১৯৯৩ ব্যাচের ছাত্রদের সংবর্ধনায় বক্তারা
সুরমা টাইমস ডেস্কঃ সম্মিলিতভাবে কাজ করলে একে অপরের মাঝে ভাতৃত্ববোধ গড়ে ওঠে। ভাতৃত্বের বন্ধনকে কাজে লাগিয়ে সামাজিক উন্নয়নে ভুমিকা রাখতে হবে। সামাজিক উন্নয়ন হলেই দেশ সমৃদ্ধিশালী হবে । এইডেডিয়ান-৯৩ দি এইডেড হাইস্কুল-এর এসএসসি ১৯৯৩ ব্যাচের ছাত্রদের দ্বারা পরিচালিত একটি সমাজকল্যাণ মূলক সংগঠন এর সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা একথা বলেন।
গতকাল শুক্রবার এইডেডিয়ান-৯৩ এর উদ্যোগে এইডেড হাইস্কুল এর হল রুমে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এবিএম এনায়েত হোসেন ও ইকবাল হোসেন খানের যৌথ পরিচালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী মিলওয়ার হোসেন মিলাদ। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দি এইডেড হাইস্কুল-এর প্রাক্তন প্রধান শিক্ষক ও বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য শ্রী বিরাজ মাধব চক্রবর্তী মানস। স্কুল-এর এসএসসি ১৯৯৩ ব্যাচের প্রাক্তন ছাত্র মোঃ খুরশেদ আলম-এর পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দি এইডেড হাইস্কুল-এর বর্তমান প্রধান শিক্ষক সৈয়দ এনায়েত হোসেন।
সংবর্ধিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন, সিলেট সিটি কর্পোরেশন-এর ১৭ নং ওয়ার্ডের নব নির্বাচিত কাউন্সিলর ও স্কুল-এর এসএসসি ১৯৯৩ ব্যাচের প্রাক্তন ছাত্র মোঃ দিলওয়ার হোসেন সজিব, ২১ নং ওয়ার্ডের নব নির্বাচিত কাউন্সিলর ও স্কুল-এর এসএসসি ১৯৯৩ ব্যাচের প্রাক্তন ছাত্র মোঃ আব্দুর রকিব তুহিন, যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সাংবাদিক, সাহিত্যিক ও স্কুল-এর এসএসসি ১৯৯৩ ব্যাচের প্রাক্তন ছাত্র সাঈম চৌধুরী। এছাড়াও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, স্কুল-এর এসএসসি ১৯৯৩ ব্যাচের প্রাক্তন ছাত্র শাবিপ্রবির সহকারী প্রোগ্রামার ফয়সল আহমদ, বিশিষ্ট রাজনীতিবিদ জুবায়ের আহমদ চৌধুরী সুমন, চৌধুরী মোঃ সুহেল, ডা. অরুন কুমার চন্দ্র, সংবর্ধিত অতিথি গল্পকার সাঈম চৌধুরীর সহধর্মিনী আমিনা আলী প্রমুখ। অনুষ্ঠানে প্রধান অতিথি, বিশেষ অতিথি ও সংবর্ধিত অতিথিদেরকে ফুল দিয়ে বরণ করে নেন, স্কুল-এর এসএসসি ১৯৯৩ ব্যাচের প্রাক্তন ছাত্র বিশিষ্ট ব্যবসায়ী মোজাহিদ আহমদ, শাখাওয়াতুল আম্বিয়া টিটু, মতিয়ার রহমান, শাহ মোঃ কামরুল হুদা, প্রভাষক অশোক কুমার দেব ও এডভোকেট শাহ মোঃ শরীফ।
প্রধান অতিথির বক্তব্যে শ্রী বিরাজ মাধব চক্রবর্তী মানস বলেন, সহপাঠিদের সম্পর্ক হচ্ছে আত্মার সম্পর্ক। রক্তের সম্পর্কের চেয়ে আত্মার সম্পর্ক অনেক বড়। রক্তের সম্পর্ক অনেক সময় বেঈমানী করে কিন্তু আত্মার সম্পর্ক বেঈমানী করেনা। তাই সহপাঠিদের সাথে একে অপরের যোগাযোগ রাখতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে স্কুল-এর বর্তমান প্রধান শিক্ষক সৈয়দ এনায়েত হোসেন বলেন, স্কুল হলো একটি পবিত্র স্থান। যে স্কুলের মাটির বুকে শিক্ষার্থীরা বড় হয়েছো সেই স্কুলের কাছে অকৃতজ্ঞ হলে হবেনা। বিশ্বের প্রায় প্রতিটি জায়গায় এই স্কুলের ছাত্ররা ভালো অবস্থানে রয়েছে।