টাকার কাছে বিক্রি হয়ে গেছি: এরশাদ
সুরমা টাইমস রিপোর্টঃ জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ বলেছেন, টাকার কাছে আমরা বিক্রি হয়ে গেছি। এখন যোগ্যতার কোনো মূল্য নেই। টাকা আমাদের সব দখল করে ফেলেছে।
শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের ২০তম জাতীয় সম্মেলন ও ৩৮ তম কাউন্সিলে সমাপনী পর্বে তিনি এ কথা বলেন।
জাপা চেয়ারম্যান বলেন, বাংলাদেশ সম্ভাবনাময় দেশ। কিন্তু আমরা সবকিছু নিয়ে রাজনীতি করি। এগুলো আমাদের দূর করতে হবে। তাহলেই আমরা সমৃদ্ধ বাংলাদেশ গড়তে পারব।
এরশাদ বলেন, পুলিশে নিয়োগ পেতে তিন লাখ টাকা ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হতে ৮-১০ লাখ টাকা ঘুষ দিতে হয়।