দেবী আকৃতির এক অদ্ভুদ শিশুর জন্ম

devi kidসুরমা টাইমস ডেস্কঃ খুলনার পাইকগাছায় দেবী আকৃতির পুষ্ঠিহীন এক অদ্ভুদ কন্যা শিশুর জন্ম দিয়েছেন অঞ্জনা রাণী দাশ নামে এক গৃহবধু। পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সিজারিয়ানের মাধ্যমে অদ্ভুদ আকারের এ শিশুটি ভূমিষ্ঠ হয় বলে জানা গেছে।
অঞ্জনা পৌরসভার ৪নং ওয়ার্ডের অটল দাশের কন্যা ও নাটোরের হালশা গ্রামের নিরাঞ্জন দাশের স্ত্রী।
স্থানীয়রা জানান, অঞ্জনা সন্তান সম্ভাবনা হলে ভূমিষ্ঠ হওয়ার পূর্বে তার বাবার বাসায় চলে যায় এবং প্রসব বেদনা শুরু হলে শনিবার রাতে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে হাসপাতালের কর্তব্যরত ডাক্তার সুজন কুমার সরকার সিজারিয়ানের মাধ্যমে এ শিশুটির জন্ম হয়। ভূমিষ্ঠ হওয়ার পর শিশুটির আকৃতি দেখে কর্তব্যরত ডাক্তার হতভম্ব হয়ে পড়েন।
ডাঃ সুজন শিশুটিকে পুষ্ঠিহীন বললেও তার আকৃতি দেখতে অনেকটাই সনাতন ধর্মের দেবীর মত বলে প্রত্যক্ষদর্শী পারুল রাণী জানান। পরবর্তীতে শিশুটিকে দেখতে উৎসুক জনতা হাসপাতালে ভীড় জমায়।