প্রবাসীরা শিক্ষা উন্নয়নে সহযোগিতা অব্যাহত রেখেছেন : মিসবাহ সিরাজ
সুরমা টাইমস ডেস্কঃ বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সিলেট জেলা পিপি অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ বলেছেন, প্রবাসীরা বাংলাদেশের শিক্ষা উন্নয়নে সরকারের পাশাপাশি বিরাট ভূমিকা রেখে চলেছেন। বৃহত্তর সিলেটের প্রত্যন্ত অঞ্চলে প্রবাসীর অর্থায়নে স্কুল কলেজের ভবন নির্মাণ সহ মেধাবী শিক্ষার্থীদের আর্থিকভাবে সহযোগিতা অব্যাহত রয়েছে। বর্তমান সরকার শিক্ষাক্ষেত্রে তথ্যপ্রযুক্তিকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। এতে আগামীতে এদেশের প্রতিটি অঞ্চল থেকে মেধাবী শিক্ষার্থীরা দেশের উন্নয়নে বিরাট ভূমিকা পালন সহ ডিজিটাল বাংলাদেশ গড়ায় বিরাট ভূমিকা রাখবে।
তিনি শুক্রবার দাওরাই কমিউনিটি এসোসিয়েশন ইউকের উদ্যোগে ষড়পল্লী হাই স্কুল এন্ড কলেজের নতুন ভবন উদ্বোধন ও মেধাবী ছাত্র-ছাত্রীদের শিক্ষা বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
গ্রেটার দাওরাই কমিউনিটি এসোসিয়েশন ইউকের চেয়ারম্যান আজাদ মিয়া ফারুকের সভাপতিত্বে ও ফাতেমা রশিদ সাভার পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট শিক্ষা বোর্ড এর চেয়ারম্যান অধ্যাপক তোফাজ্জল হোসেন, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকবাল সিদ্দিকী, জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান আকমল হোসেন, সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগ সহ সভাপতি সিদ্দিক আহমদ, জগন্নাথপুর উপজেলা ভাইস চেয়ারম্যান সাংবাদিক মুক্তাদির আহমদ মুক্তা।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, দাওরাই কমিউনিটি এসোসিয়েশন ইউকের সিনিয়র ভাইস চেয়ারম্যান আরজু মিয়া এমবিই, ভাইস চেয়ারমান আনহার মিয়া, জয়েন্ট সেক্রেটারী, সাদেক মিয়া লেবু, অর্থ সম্পাদক এম এ কাওসার, সহ অর্থ সম্পাদক তারিফ খান, তাজুল ইসলাম, নজরুল ইসলাম, মঈন উদ্দিন খান, ফারুক মিয়া জিলু, আব্দুর রউফ, ফটিক মিয়া, শফিকুল আমিন, মতিউর রহমান রাজা, নেছাওর মিয়া, আকিব মিয়া প্রমুখ। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে নতুন ভবনের ফিতা কেটে উদ্বোধন করে মোনাজাত করেন অতিথিবৃন্দ। পরে ৬ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর ২৩জন মেধাবী ছাত্র-ছাত্রীদেরকে বৃত্তি প্রদান করা হয়।