অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে দূর্নীতিবাজ ও চাঁদাবাজদের প্রতিহত করতে সকল শ্রমিকদের প্রতি আহবান
যে কোন অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে সকল ষড়যন্ত্র প্রতিহত করার জন্য ট্রাক শ্রমিক ইউনিয়নের সকল নেতৃবৃন্দ ও সদস্যদের প্রতি অনুরোধ জানিয়েছেন সিলেট জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ। গতকাল বৃহস্পতিবার দুপুরে সংগঠনের দক্ষিণ সুরমার বাইপাস্থ কার্যালয়ে অনুষ্টিত কার্যকরী কমিটির সভায় সিদ্ধান্ত মোতাবেক তারা এ অনুরোধ জানান। ট্রাক শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ দিলু মিয়ার সভাপতিত্ত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল গফুরের পরিচালনায় সভায় কার্যকরী কমিটির নেতৃবৃন্দ বলেন সংগঠনের সকল কর্মকান্ড থেকে অব্যাহতি প্রাপ্ত শ্রী আবু সরকার মিথ্যার আশ্রয় নিয়ে সাধারণ সদস্যদেরকে বুঝিয়ে বিভ্রান্তী ছড়ানোর জন্য নানা অপপ্রচার চালিয়ে যাচ্ছেন ও সাদা কাগজে সাক্ষর নেওয়া শুরু করেছেন। যা সম্পুর্ন সংগঠনের কার্যক্রম বিরোধী। এতে সবাইকে সাক্ষর না দিতে ও তার সাথে সাংগঠনিক কোন কার্যক্রম পরিচালনা না করার জন্য সকল শাথা কমিটিসহ সংগঠনের সদস্যদের প্রতি অনুরোধ জানান। তারা বলেন সংগঠনের শান্তি, সুনাম ও ঐক্য ফিরিয়ে আনতে আমরা কাজ করছি। যদি কোন বিশৃংখলা সৃষ্টি করা হয় এর সম্পুর্ন দায়বার শ্রী আবু সরকারকে নিতে হবে। তারা বলেন শ্রমিকরা ভোট দিয়ে নির্বাচিত করেছেন তাদের সেবার জন্য। দূর্নীতি আর চাঁদাবাজী করার জন্য নয়। তাই দূর্নীতিবাজ ও চাঁদাবাজদের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ও সংগঠনের পদ থেকে অব্যাহতি দেওয়ায় ব্যক্তি সংগঠনের নেতৃবৃন্দকে মামলায় জড়ানোসহ নানা ভাবে প্রাণনাশের হুমকি-দমকি দিচ্ছেন। এমনকি অফিস দখলেরও পায়তারা করা হচ্ছে। সভায় এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বত্তব্য রাখেন সংগঠনের সহ সভাপতি আব্দুস সালাম, যুগ্ম সাধারণ মুজিবুর রহমান, সহ সাধারণ সম্পাদক রহমত আলী তারেক, প্রচার সম্পাদক মানিক মিয়া, সমাজ কল্যাণ সম্পাদক ফখরুল মিয়া, কোষাধ্যক্ষ রাজু আহমদ তুরু, সদস্য হাসমত আলী হাসু, মোঃ কানু মিয়া, সোহেল আহমদ, নুর উদ্দিন, ফয়ছল আহমদ, লায়েছ মিয়া ও আলা উদ্দিন। সভায় ভারপ্রাপ্ত সভাপতি মোঃ দিলু মিয়া সংগঠনের মরহুম নেতৃবৃন্দের আতœার মাগফিরাত কামনা করেন। সাবকে ও বর্তমান নেতৃবৃন্দ সহ সংগঠনের নবীন ও প্রবীন নেতা-কর্মীদের সহযোগীতা ও পরামর্শ কামনা করেন। একই সাথে সংগঠনের যে কোন কর্মকান্ড পরিচালনা ও পরামর্শের জন্য ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদকের সাথে যোগাযোগ করতে সবার প্রতি তিনি অনুরোধ জানান। তিনি বলেন ইতিমধ্যে সকল প্রকার অবৈধ চাঁদা উত্তোলন বন্ধ করে দেওয়া হয়েছে। তাই সংগঠনের সার্থে চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের সাথে কোন প্রকার যোগাযোগ না রাখতে তিনি সবার প্রতি অনুরোধ জানান। এ সময় বিভিন্ন আঞ্চলিক কমিটির পক্ষ থেকে ভারপ্রাপ্ত সভাপতি মোঃ দিলু মিয়া সহ সংগঠনের নেতৃবৃন্দকে মিষ্টি মুখ করানো হয় ও ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
এদিকে সন্ত্রাসী হামালায় আহত দৈনিক সিলেটের ডাকের ডেপুটি চীফ রির্পোটার তাজ উদ্দিনকে দেখতে বিকেলে তারা বাড়িতে যান জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ দিলু মিয়া ও সাধরণ সম্পাদক আব্দুল গফুরসহ সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় তারা চিকিৎসা ও শারীরিক অবস্থার খোজখবর নেন। তারা বলেন সন্ত্রাসীদের শীঘ্রই গ্রেফতার করা না হলেন পরিবহণ শ্রমিকদেরকে নিয়ে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। প্রেস বিজ্ঞপ্তি