ছাতকে প্রতারক আটক
ফকির হাসান, ছাতক থেকেঃ ছাতকে ভূমি অফিসের কর্মকর্তার সীল ও স্বাক্ষর জাল করার অভিযোগে আবদুল আলিম (৪২) নামের এক প্রতারককে আটক করে পুলিশে সোপর্দ করেছে ভূমি অফিস। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) গোলাম মাইনউদ্দিন হাসানের সীল ও স্বাক্ষর জাল করে নামজারি পরচা তৈরী করার অপরাধে তাকে পুলিশে সোপর্দ করা হয়। সে পৌর শহরের বৌলা গ্রামের মজমিল আলীর পুত্র। ছাতকে কর্মরত এফএক্স ফার্মার রিপ্রেজেন্টেটিভ যশোহর জেলার মনিরামপুর উপজেলার হাকিমপুর গ্রামের শেখ মুহাম্মদ আলীর পুত্র কামরুজ্জামান ভূমি ক্রয় করে দালাল আবদুল আলিমের খপ্পরে পড়ে। পুর্ব কামারগাঁও মৌজার ১৭৮৮ দাগের ৩ শতক ভূমি দালালের মাধ্যমে ক্রয় করে। ভূমি রেজিস্টারি সহ নামজারী পর্চা দালালের মাধ্যমে সম্পাদন করে যাচাই করতে গিয়ে ভূমি অফিসের সহকারি কমিশনার (ভূমি) গোলাম মাইন উদ্দিন হাসানের সীল ও স্বাক্ষর জাল ধরা পড়ে। এ ঘটনায় রিপ্রেজেন্টেটিভ কামরুজ্জামান বাদী হয়ে ছাতক থানায় একটি প্রতারনা মামলা দায়ের করেন।