বিশ্বনাথ এন.ইউ উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং নিয়ে বিরোধ
বিশ্বনাথ প্রতিনিধিঃ বিশ্বনাথে দশঘর এন.ইউ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন নিয়ে বিরোধকে কেন্দ্র করে গঠিত তদন্ত কমিটির কাছে লিখিতভাবে উপস্থাপন করেছেন শিক্ষার্থীদের অভিভাবকরা। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হান্নানের বিরুদ্ধে তার মনগড়া ভোটার লিস্টের মাধ্যমে গোপনে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন করার অভিযোগে ও সঠিক ভোটার তালিকা প্রনয়ণ করে নির্বাচনের মাধ্যমে কমিটি গঠনের দাবিতে গত ২৫ জানুয়ারী উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন শিক্ষার্থীদের অভিভাবকরা। এরই প্রেক্ষিতে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সোলায়মান হোসেনকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। আর তদন্ত কমিটি নির্দেশে অভিভাবকরা গত ১৬ এপ্রিল লিখিতভাবে অভিযোগ উপস্থান করেন।
অভিযোগগুলোর মধ্যে রয়েছে, গোপন গঠিত ম্যানেজিং কমিটিতে যাকে দাতা সদস্য করা হয়েছে তিনি সম্পূর্ণ অবৈধ। প্রকৃত দাতাদের মধ্য থেকে কাউকেই দাতা সদস্য হিসেবে অর্ন্তভূক্ত করা হয়নি। বিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে প্রবাসীরাসহ যারা টাকা, আসবাবপত্র জায়গা-জমি দিয়ে বিভিন্নভাবে সহযোগীতা করে আসছেন তাদেরকেও ভোটার তালিকায় অর্ন্তভূক্ত করা হয়নি। বিদ্যালয়ে বিভিন্ন সময়ে টিআর, কাবিখা, জেলা পরিষদ ও এমপি’র মাধ্যমে যেসব অনুদান এসেছে তা সঠিকভাবে কাজে লাগানো হয়নি। এছাড়া বিদ্যালয়ের যাবতীয় প্রাপ্ত অর্থ ক্যাশবুকে এন্ট্রি করার বিধান থাকলেও তা করা হয়নি।