জফির সেতুর উপন্যাস ‘হিজলের রং লাল’

12654123_1037390636325571_4260285320067243837_nঅমর একুশে গ্রন্থমেলায় এসেছে কবি জফির সেতুর উপন্যাস ‘হিজলের রং লাল’। বই আকারে প্রকাশিত এটি তাঁর প্রথম উপন্যাস। এটি মুক্তিযুদ্ধের ৭১ উপন্যাস সিরিজে একটি। প্রকাশিত হয়েছে বেহুলা বাংলা থেকে।
মুুক্তিযুদ্ধ মানে এক সাগর রক্ত। লাল সবুজের পতাকা। বইটির প্রচ্ছদে আছে সবুজ ও রক্তের রং লাল। বাঙালি জাতির হাজার বছরের শ্রেষ্ট অর্জন মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতা অর্জন। মুক্তিযুদ্ধ আমাদের সাহিত্যকে করেছে সমৃদ্ধ দিয়েছে প্রাণ। রচিত হয়েছে হাজারো গল্প, উপন্যাস, নাটক, ছড়া, কবিতা। ‘হিজলের রং লাল’ তেমনি একটি উপন্যাস। বিষয় যখন হয় মুক্তিযুদ্ধ তখন আবেগ অনুভূতিগুলো টগবগ করে।
এ উপন্যাসের পরতে পরতে ছড়িয়ে মানুষের প্রতি মানুষের ভালোবাসা, পাওয়ার আনন্দ, না পাওয়ার বেদনা।