নিলামে উঠছে মালালার প্রতিকৃতি
সুরমা টাইমস রিপোর্টঃ তালেবান বন্দুকধারীদের হামলার শিকার হয়ে বেঁচে যাওয়া পাকিস্তানি কিশোরি মালালা ইউসুফজাইয়ের একটি প্রতিকৃতি আগামী মাসে নিউ ইয়র্কে নিলামে তোলা হবে। নিলামে এটি ৮০ হাজার ডলারে বিক্রি হতে পারে বলে আশা করা হচ্ছে। আর এই অর্থ ব্যবহার করা হবে মালালার শিক্ষা অধিকার আন্দোলনের তহবিলের জন্য। যুক্তরাজ্যের বিশিষ্ট প্রতিকৃতি অঙ্কন শিল্পী জনাথন ইয়ো এঁকেছেন মালালার এই প্রতিকৃতিটি। গত সেপ্টেম্বর থেকেই মালালার এই প্রতিকৃতিটি লন্ডনের ন্যাশনাল পোর্টেট গ্যালারিতে প্রদর্শিত হচ্ছে। এক মিটার দৈর্ঘ্য ও এক মিটার প্রস্থের প্রতিকৃতিটিতে ১৬ বছরের কিশোরী মালালাকে স্কুল থেকে দেওয়া বাড়ির কাজ করতে দেখা যায়।ইয়ো তার আঁকা প্রতিকৃতি সম্পর্কে বলেন, ‘আমি এই প্রতিকৃতির মাধ্যমে এমন একজনকেই তুলে ধরতে চেয়েছি যে বৈষম্য ও শোষণের শিকার হয়েও সাহস ও জ্ঞানের অধিকারী। পাশাপাশি সে নিতান্তই এক কিশোরি।’
নিউ ইয়র্কের ক্রিস্টি নিলাম হাউস আগামী ১৪ মে প্রতিকৃতিটির নিলামের ব্যবস্থা করবে। আর প্রতিকৃতিটি ৬০ হাজার থেকে ৮০ হাজার মার্কিন ডলারে বিক্রি হতে পারে বলে অনুমান করা হচ্ছে। নিলামের অর্থ মালালার শিক্ষা অধিকার আন্দোলনের তহবিলে দেওয়া হবে উল্লেখ করে মালালা বলেন, ‘জর্ডানে অবস্থান নেওয়া সিরিয়ার অল্প বয়সী শরণার্থীদের সহায়তায় ব্যয় করা হবে এই অর্থ। আর শিশুশ্রম থেকে মুক্তি পাওয়া পাকিস্তানের যে সকল মেয়েশিশু এখন স্কুলে যাচ্ছে তাদের সহযোগিতায় ব্যয় করা হবে।’ মালালা আরও বলেন, ‘যেই চিত্রশিল্পটি কিনুন না কেন তাদের উদ্দেশে একটি কথাই বলতে চাই যে তাদের সহায়তা এমন সব শিশুদের কাছে পৌঁছবে যারা পৃথিবীর সব থেকে কঠিন পরিস্থিতির মোকাবেলা করছে।’
নারী শিক্ষার অধিকার আদায়ে সোচ্চার পাকিস্তানি কিশোরী মালালাকে ২০১২ সালের অক্টোবরে তালেবানরা গুলি করলে মাথায় মারাত্মকভাবে আঘাত পান মালালা। উত্তর-পশ্চিম পাকিস্তানের স্কুলবাসে থাকা অবস্থায় এই হামলার শিকার হন তিনি। নারী শিক্ষার সমর্থনে তার দৃঢ় অবস্থানের কারণেই তিনি তালেবানদের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছিলেন। হামলার পরে চিকিৎসার জন্য তাকে যুক্তরাজ্যে নিয়ে যাওয়া হয়। নিরাপত্তার স্বার্থে এরপর থেকে সেখানেই বাস করতে শুরু করেন মালালা। প্রতিকৃতি শিল্পী ইয়ো ২০১৩ সালের এপ্রিলে মালালার সঙ্গে যখন দেখা করেন মালালা তখন গুরুতর অবস্থা থেকে সেরে উঠছিল। গত বছর নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন পেয়েছিলেন মালালা। সূত্র : এনডিটিভি।