১৩ দিন পর তামাবিল ও সুতারকান্দি দিয়ে কয়লা আমদানি শুরু
সুরমা টাইমস ডেস্কঃ ১৩ দিন বন্ধ থাকার পর সোমবার থেকে সিলেটের তামবিল ও সুতারকান্দি স্থলবন্দর দিয়ে কয়লা আমদানী শুরু হয়েছে। দুপুরের দিকে কয়লা বোঝাই ভারতীয় ট্রাক স্থলবন্দর দু’টি দিয়ে বাংলাদেশ অভ্যন্তরে প্রবেশ করে।
ভারত সরকার সে দেশীয় কয়লা ব্যবসায়ীদের উপর নতুন করে ১ শতাংশ হারে কর বাড়ানোর প্রতিবাদে ভারতীয় কয়লা ব্যবসায়ীরা গত ১ এপ্রিল থেকে সিলেটের তামাবিল ও সুতারকান্দি স্থলবন্দর দিয়ে কয়লা রফতানি বন্ধ করে দেন। এতে করে বিপাকে পড়েন বৃহত্তর সিলেট অঞ্চলের কয়লা ব্যবসায়ীরা। বেকার হয়ে পড়ে প্রায় ৩০ হাজার কয়লা শ্রমিক। ভারত সরকার কয়লা রফতানিতে ট্যাক্স প্রত্যাহার করায় আবারো রফতানি শুরু করেছেন সেদেশের ব্যবসায়ীরা। সোমবার থেকে পুণরায় কয়লা আমদানী শুরু হওয়ায় প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে তামাবিল ও সুতারকান্দি স্থলবন্দরের কয়লা ড্যাম্পিং ফিল্ডে।