পহেলা বৈশাখ উদযাপনে প্রস্তুত সিলেট
সুরমা টাইমস রিপোর্টঃ বছর ঘুরে আবার আসছে বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ। আবহমান বাংলার ঐতিহ্যে শুরু হবে নতুন দিন ও নতুন বছরের। বাংলা নতুন বছরকে বরণ করে নিতে সর্বত্র সাজ সাজ রব। অন্যান্য বছরের মতো এবারও প্রস্তুতির কমতি সিলেটেবাসীর। পহেলা বৈশাখকে কেন্দ্র করে সরকারি ও বেসরকরিভাবে নেয়া হয়েছে নানা কর্মসূচি।
রাত পোহালেই নতুন সাজে সজ্জিত হয়ে আনন্দে মেতে উঠবে নারী পুরুষ সবাই। নববর্ষকে স্বাগত জানাতে বিভিন্ন সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এছাড়াও সিলেট সম্মিলিত নাট্য পরিষদেরে উদ্যোগে ১৪২০ বাংলাকে বিদায় ও বাংলা নববর্ষকে স্বাগত জানাতে সুরমা নদীর তীরস্থ চাঁদনীঘাটে বর্ষবিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। রোববার বিকেল ৫টায় এ অনুষ্ঠানে বাউল গান পরিবেশন করা হবে। এতে সকলের উপস্থিতি কামনা করা হয়েছে।
সিলেট সিটি করপেরেশনের উদ্যোগে ৫ দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে। সোমবার সকালে শোভাযাত্রা, পরে উদ্বোধনী অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান মধ্যাহ্নভোজ ও বৈশাখী মেলা অনুষ্ঠিত হবে। শ্রুতি-সিলেটের উদ্যোগে ব্লু-বার্ড স্কুল এন্ড কলেজ এর প্রাথমিক ক্যাম্পাস মাঠে সকাল ৬টায় সিলেটে প্রথমবারের মতো শতকন্ঠে বর্ষবরণ, সকাল ৭টায় হাতের লেখা প্রতিযোগিতা, সকাল ৮টায় চিত্রাংকন প্রতিযোগিতা ও দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বৈশাখী মেলার আয়োজন করা হয়েছে।
বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে মদনমোহন কলেজের উদ্যোগে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানের মধ্যে রয়েছে সোমবার সকাল সাড়ে ১০টায় র্যালী, বেলা ১১টায় ‘শাশ্বত বাংলা:চিরায়ত বর্ষবরণ’ শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান । এতে শিক্ষক- শিক্ষার্থী, কর্মকর্তা কর্মচারীদের উপস্থিত থাকার আহবান জানিয়েছেন কলেজের অধ্যক্ষ ড. আবুল ফতেহ ফাত্তাহ। সিলেট ল কলেজের উদ্যোগে বেলা ২টা থেকে রাত ১২ পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠানর আয়োজন করা হয়েছে।