এ যুগের লাইলী মজনু
সুরমা টাইমস বিনোদনঃ এস জি প্রোডাকশনের প্রযোজনায় এম সাখাওয়াত হোসেন এর রচনা ও পরিচালনায় এ যুগের লাইলী মজনু আসছে বৈশখের ৪র্থ দিন অর্থাৎ ১৮ এপ্রিল শুক্রবার বেলা ১১:০৫ মিনিটে চ্যানেল আই’তে। নাটকটিতে অভিনয় করেছে ডি এ তায়েব, এশা, রওনক, খালেদুজ্জামান, মনির হোসেন আরো অনেকে। নাটকটিতে অফিসের পিওন থাকে ডি এ তায়েব আর এক ক্লিনিকের নার্স থাকে এশা। সপিং মলে গুরতে এসে দু জনের পরিচয় হয় বলে একজন আমি এক অফিসের মালিক আর অপরজন ডাক্তার। দু জনেই এক সময় একে অপরকে পরীক্ষা করে যার যার বাড়ীতে গিয়ে এশা যায় ডি এ তায়েবের বাড়িতে ডি এ তায়েব যায় তার সাথের বন্ধুকে নিয়ে এশার বাড়িতে। দু জনেই বাড়িতে গিয়ে দেখে সেখানে তারা থাকেনা এক মুহুরতে ডি এ তায়েব এর একসিন্ডেন্ট হয় সে তখন ক্লিনিকে আসে আর তখন একে অপরের সত্যি পরিচয় পায়।