হিলারিকে লক্ষ্য করে জুতা নিক্ষেপ (ভিডিও)
সুরমা টাইমস ইন্টারন্যাশনালঃ এবার সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনকে লক্ষ্য করে জুতা নিক্ষেপ করেছে এক নারী। বৃহস্পতিবার লাস ভেগাসে এ ঘটনা ঘটে। খবর এপি’র। ইন্সটিউট অব স্ক্র্যাপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজের এক বৈঠকে ভাষণ দেয়ার সময় ৬৬ বছর বয়সী হিলারিকে লক্ষ্য করে জুতা নিক্ষেপ করেন ওই নারী। জুতাটি হিলারির মাথার বাম পাশ দিয়ে চলে গেলে হিলারি বলে ওঠেন, ‘ওটা কি ব্যাট নাকি? আমার দিকে কেউ কি কিছু ছুড়ে মেরেছে?’
হিলারি এ ঘটনাটিকে হেসে উড়িয়ে দিয়ে আরো বলেন, ‘ হায় ঈশ্বর, আমি জানতাম না যে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট এতোটা বিতর্কিত। ঈশ্বরকে ধন্যবাদ যে তিনি আমার মত সফটবল খেলেননি।’
হিলারির এ কৌতূকবোধে এ সময় দর্শকদের মধ্যে হাস্যরসের সৃষ্টি হয়। ঘটনার পরপরই জুতা নিক্ষেপকারী নীল নয়না ওই নারীকে এরপর ধরে বাইরে নিয়ে যাওয়া হয়। আয়োজকরা জানান, ওই নারী অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন না। ২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে দেখা হচ্ছে হিলারিকে। জনমত জরিপে এখন পর্যন্ত তিনিই ওই নির্বাচনে দেশটির সবচেয়ে জনপ্রিয় প্রেসিডেন্ট প্রার্থী।
সম্প্রতি বিশ্বব্যাপী রাজনীতিকদের লক্ষ্য করে জুতা নিক্ষেপের ঘটনা মাঝে মাঝেই ঘটছে। রাজনীতিকদের লক্ষ্য করে সম্প্রতি জুতা নিক্ষেপের ঘটনা ঘটেছে বাংলাদেশেও।