মহান মে দিবসে ছুটির দাবিতে আগামীকাল ১১ এপ্রিল কুলাউড়ায় হোটেল শ্রমিকদের সমাবেশ

মৌলভীবাজার জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং চট্টঃ ২৩০৫-এর কুলাউড়া উপজেলা ও পৌর কমিটির এক যৌথ উদ্যোগে মহান মে দিবসে পূর্ণ দিবস স্ববেতনে ছুটি, শ্রম আইন বাস্তবায়ন ও বাজার দরের সাথে সঙ্গতি রেখে নূন্যতম মজুরি ঘোষণা ও শ্রীমঙ্গলে শ্রম আদালত স্থাপনের দাবিতে আগামীকাল ১১ এপ্রিল শুক্রবার বিকেল ৪ টার সময় কুলাউড়া শহীদ মিনার প্রাঙ্গণে এক শ্রমিক সমাবেশ অনুষ্টিত হবে । উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন হোটেল সেক্টরে সরকার ঘোষিত নিন্মতম মজুরি ও শ্রম আইন বাস্তবায়ন সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় সমন্বয়ক রফিকুল ইসলাম । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট সুইটমিট শ্রমিক ফেডারেশন রেজিঃ নং- বিঃ ২৩০৭ এর কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সম্পাদক আবুল কালাম আজাদ, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সিলেট জেলা কমিটির সভাপতি নুরুল হুদা সালেহ, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট(এনডিএফ) মৌলভীবাজার জেলা ভারপ্রাপ্ত সভাপতি মোঃ নুরুল মোহাইমীন, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ মৌলভীবাজার জেলা সাধারণ সম্পাদক রজত বিশ্বাস, মৌলভীবাজার জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং-চট্টঃ২৩০৫ এর সভাপতি মোঃ মোস্তফা কামাল।

উক্ত শ্রমিক সমাবেশ সফল করার জন্য হোটেল শ্রমিক ইউনিয়ন কুলাউড়া উপজেলা কমিটির সভাপতি মোঃ ছায়েদ মুন্সী, সাধারণ সম্পাদক মোঃ জমির আলী ও পৌর কমিটির সভাপতি হাসান মিয়া, সাধারণ সম্পাদক মোঃ আশিক খান এক যুক্ত বিবৃতিতে সর্বস্তরের হোটেল শ্রমিকদের সমাবেশ সফল করার জন্য আহবান জানান।