কানাইঘাটে পুলিশি হস্তক্ষেপে বাল্য বিবাহের হাত থেকে রক্ষা পেল প্রবাসীর কিশোরী মেয়ে
কানাইঘাট (সিলেট) প্রতিনিধিঃ কানাইঘাট থানা পুলিশের হস্তক্ষেপে বাল্য বিবাহের হাত থেকে রক্ষা পেল পৌরসভার বিষ্ণুপুর খরচটি গ্রামের প্রবাসী ইব্রাহীম আলীর কন্যা কিশোরী মেয়ে সাবানা বেগম (১৪)।- সে কানাইঘাট পৌরসভার বিষ্ণুপুর খরচটি গ্রামের প্রবাসী ইব্রাহীম আলীর কন্যা। পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার দক্ষিণ লক্ষীপ্রসাদ গ্রামের আতাউর রহমানের ছেলে মাছুম (২১) এর সাথে কিশোরী সাবানা বেগমের বিয়ের তারিখ গত ৭এপ্রিল সোমবার ধার্য্য করা হয়। ধার্য্য তারিখে বরযাত্রীসহ বর কনের বাড়ীতে আনুষ্ঠানিকভাবে বধু বরন করতে আসে। কিন্তু বিয়ে পড়ার পূর্বেই বেরসিক পুলিশ এই বাল্য বিবাহের খবর পেয়ে কনের বাড়ীতে উপস্থিত হয়ে বর মাছুম ও তার পিতা আতাউর রহমান, কনে সাবানা বেগম এবং তার মা ও চাচাকে বিয়ের আসর থেকে আটক করে থানায় নিয়ে আসে। পরবর্তীতে সন্ধ্যা ৭টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে তাদের উপস্থিত করলে নির্বাহী কর্মকর্তা তারেক মোহাম্মদ জাকারিয়া মোবাইল কোর্ট পরিচালনা করে বরের পিতাকে ২ হাজার, বর মাছুমকে ১ হাজার এবং কনে ও কনের মাকে ১ হাজার টাকা করে ২ হাজার এবং মেয়ের চাচাকে ২ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদন্ডের রায় প্রদান করেন। পরে উভয় পক্ষ জরিমানা ও মুছলেকা দিয়ে মুক্তি পান।