মৌলভীবাজারে এবার ডাকাতদের কবলে ইউএনও
মৌলভীবাজার থেকে আব্দুল হাকিম রাজঃ ঢাকা থেকে কর্মস্থলে ফেরার পথে রাতে গাড়ির গতিরোধ করে চালককে বেঁধে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) ছুরিকাহত করে ডাকাতদল। ডাকাতরা নির্বাহী কর্মকর্তার কাছ থেকে নগদ অর্থ, মোবাইল ফোন, স্বর্ণের আংটিসহ লক্ষাধিক টাকার মালামাল লুটে নেয়। সোমবার দিবাগত রাত পৌনে ২টায় শ্রীমঙ্গল ভানুগাছ রোডস্থ বিটিআরই এলাকায় এ ঘটনাটি ঘটে।ইউএনও মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, তিনি ছুটি শেষে পরিবারের সদস্যদের ঢাকায় রেখে একটি প্রাইভেট মাইক্রোবাসে বাসার গৃহকর্মীসহ কমলগঞ্জে ফিরছিলেন। ঢাকা থেকে সন্ধ্যায় রওয়ানা হয়েও ঝড়ের কারণে অতিরিক্ত সময় লেগে যায়। ফলে রাত পৌনে ২টায় শ্রীমঙ্গল উপজেলার বিটিআরআই বেল তলা কালভার্টের সামনে তাঁর গাড়ি আসলে সড়কে পাকা আরসিসি একটি খুঁটি ফেলে গতিরোধ করে ডাকাতদল।
১০/১২ জনের ডাকাতদল মাইক্রোবাসের চালককে গাড়ি থেকে নামিয়ে বেঁধে ফেলে। পরে তাঁকে (ইউএনও) নামিয়ে ছুরিকাঘাত করে নগদ ২০ হাজার টাকাসহ ব্যবহারী দুটি মুঠোফোন, হাতের আঙ্গুলে থাকা বিয়ের দামী একটি স্বর্ণের আংটি, একটি ঘড়ি ও ব্যবহৃত কাপড় চোপড়সহ লক্ষাধিক টাকার মালামাল লুটে নেয়। ডাকাতরা নির্বাহী কর্মকর্তার ডান হাতের একটি আঙ্গুল ও পেটের নিচের দিকে ছুরিকাঘাত করে। তাছাড়া রড দিয়ে তাঁর মাথায় ও পিটে আঘাত করে।ঘটনার পর নির্বাহী কর্মকর্তা টি রিসোর্ট রেষ্ট হাউজের গেইটম্যানের মুঠোফোন থেকে শ্রীমঙ্গল থানায় ফোন করলে কিছুক্ষণ পর পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শণ করে। রাতেই আহত উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে চিকিৎসা গ্রহণ করেন। শ্রীমঙ্গল থানার ওসি আব্দুল জলিল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এখনও কোন মামলা না হলেও ডাকাতদের সনাক্ত করে গ্রেফতারে জোর পুলিশি তদন্ত চলছে।