সারী নদী থেকে বালু পাথর সহ খনিজ পদার্থ উত্তোলনে নিষেধাজ্ঞা
জৈন্তা প্রতিনিধিঃ জৈন্তাপুর উপজেলার সারীঘাট,সারী নদী বালুমহাল থেকে বালু সহ যাবতীয় খনিজ পদার্থ উত্তোলনে স্থানীয় উপজেলা প্রশাসন নিষেধাজ্ঞা জারি করেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাশেদুল ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞা জারি করেন। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘মহামান্য হাইকোর্ট বিভাগের রীট পিটশন নং-৪৯৮৬/২০১২ মূলে সারী নদী বালু মহালের ইজারা কার্যক্রম বন্ধ থাকায় ওই বালুমহাল হতে বালু উত্তোলন বন্ধ রয়েছে। সম্প্রতি বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতি (বেলা) কর্তৃক দায়েরকৃত মহামান্য হাইকোর্ট বিভাগের রীট পিটিশন মামলা নং-৯৯৭/২০১৪-এর আদেশ মূলে সারী নদীর বাগছড়া পয়েন্ট হতে পুটিখাল পর্যন্ত সকল প্রকার বালু, কয়লা, পাথর, সিঙ্গেলসহ যাবতীয় খনিজ পদাথ উত্তোলন নিষিদ্ধ করা হল।’
মহামান্য হাইকোর্টের আদেশ অমান্যকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে বলে উল্লেখ্য করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাশেদুল ইসলাম জানান, হাইকোর্টের আদেশ বাস্তবায়নের জন্য ৯ এপ্রিল হতে নিয়মিত টাস্কফোর্স অভিযান পরিচালনা করবে।