ছাতকে আরো এক প্রবাসীর বাড়িতে ডাকাতি
ফকির মোঃ হাসানঃ সুনামগঞ্জের ছাতক উপজেলার বদিগাঁও গ্রামে সিরাজুল ইসলাম নামে আরো এক প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা নগদ টাকা, ল্যাপটপ, মোবাইল ফোন ও স্বর্ণালঙ্কারসহ প্রায় ২০ লাখ টাকার মালপত্র লুটে নিয়ে গেছে। মঙ্গলবার দিনগত রাত আড়াইটার দিকে এ ডাকাতির ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, রাত আড়াইটার দিকে ১৫-২০ জনের একদল মুখোশধারী ডাকাত উপজেলার গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের বদিগাঁও গ্রামের বৃটেন প্রবাসী সিরাজুল ইসলামের বাড়ির সামনের দরজার ছিটকিনি ভেঙে ঘরে প্রবেশ করে। এসময় বাড়ির সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতরা স্টিলের আলমিরার চাবি নিয়ে নেয়। পরে আলমিরা খুলে ৬০ হাজার টাকা, ২০ ভরি স্বর্ণালঙ্কার, একটি ডেল ল্যাপটপ ও আইফোনসহ বিভিন্ন ব্যান্ডেট আটটি মোবাইল ফোন লুটে নেয়। সিরাজুল ইসলাম শনিবার (২৯ মার্চ) বৃটেন থেকে দেশে বেড়াতে আসেন। ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজালাল মুন্সি জানান, ঘটনাটি ডাকাতি নয়, স্বজনদের ভেতরে কেউ এ ঘটনা ঘটাতে পারে। খবর পেয়ে রাতেই জয়কল হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলামকে ঘটনাস্থলে পাঠানো হয়। সোমবার দিনগত রাতে একই উপজেলার চরমহল্লা ইউনিয়নের চরচৌরাই (আসাখাচর) গ্রামের বৃটেন প্রবাসী নজরুল ইসলামের বাড়িতে একই কায়দায় ডাকাতি সংঘটিত হয়। ডাকাতরা ওই বাড়ি থেকে চার হাজার পাউন্ড, নগদ দেড় লাখ টাকা ও ১৯ ভরি স্বর্ণালঙ্কার লুটে নেয়।