ফটো সাংবাদিক ফেরদৌসের উপর সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়েছেন কানাইঘাট প্রেসক্লাব নেতৃবৃন্দ
কানাইঘাট উপজেলা পরিষদের নির্বাচনে পেশাগত দায়িত্ব পালনের সময় রায়গড় সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত ফটো সাংবাদিক ফেরদৌসের উপর হামলা ও ক্যামেরা ছিনিয়ে নেওয়ার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন কানাইঘাট প্রেসক্লাব নেতৃবৃন্দ। ভোট কেন্দ্রে দখলের চেষ্টা ও চেয়ারম্যান প্রার্থীদের এজেন্টদের মারধরের ছবি ধারণ করতে গিয়ে মোহনা টেলিভিশন, দেনিক বাংলাদেশ সময় ও সিলেট বাণীর ক্যামেরাম্যান ফেরদৌস আহমদের উপর এ ধরণের সন্ত্রাসী হামলার ঘটনা স্বাধীন মত প্রকাশের উপর আঘাত উল্লেখ করে ক্লাব নেতৃবৃন্দ অবিলম্বে হামলাকারী সন্ত্রাসীদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবী জানিয়েছেন। তা না হলে স্থানীয় কর্মরত সাংবাদিকরা সচেতন মহলকে সাথে নিয়ে যে কোন ধরণের কর্মসূচী গ্রহণ করতে বাধ্য হবে। সাংবাদিকরা সুষ্ঠু নির্বাচন করার লক্ষ্যে প্রশাসনকে সব সময় সহযোগীতা করে আসছে। বিবৃতি দাতারা হলেন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এম.এ.হান্নান, সহসভাপতি বাবুল আহমদ, আব্দুর রব, সাধারণ সম্পাদক এখলাছুর রহমান, দপ্তর সম্পাদক নিজাম উদ্দিন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক জামাল উদ্দিন, সদস্য ময়নুল হক বুলবুল, শাহজান সেলিম বুলবুল, কুহিনুর চৌধুরী, মাহবুবুর রশিদ, আব্দুর নুর, কাওছার আহমদ, মিছবাউল ইসলাম চৌধুরী, সাংবাদিক বদরুল ইসলাম, আমিনুল ইসলাম, মাহফুজ সিদ্দিকী, রাসেল চৌধুরী, রুহুল আমিন, ফটো সাংবাদিক সুজন চন্দ অনুপ। (প্রেস বিজ্ঞপ্তি)