কেমুসাস বইমেলা নিয়ে নাজমুল ইসলাম মকবুল এর ছড়া
কেমুসাস এর বই মেলা
কেমুসাস এর বইমেলা
মনের মেলা প্রাণের মেলা
লেখক কবির মিলন মেলা
প্রতিদিনই বিকেল বেলা
বইপ্রেমিকদের জমছে ঠ্যালা
আলোকসজ্জায় চলছে খেলা
করছেনা কেউ অবহেলা
সময়তো আর নেইযে ম্যালা
বউ শাশুড়ি সবাই গেলা
কেহ আবার যান একেলা
আড্ডা চলে সন্ধ্যে বেলা
সাতদিনের এই সিলেট জেলা
নিত্য নতুন বইয়ের খেলা।।
চলো সবাই বইমেলাতে
সিলেটের ওই কেমুসাস এ
বইমেলাতে হয় দেখা
নবীন প্রবীণ লেখক কবির
মুখটাতে হাসির রেখা।
নতুন বইয়ের গন্ধে মাতাল
লেখক পাঠক ভাই ভাবী
মেলায় আসলে মনের মতো
হরেক রকম বই পাবি।
বইয়ের মতো আপনজন আর
নেইতো কোথাও নেইরে ভাই
চলো সবাই বইমেলাতে
সদলবলে একসাথে যাই।।
বইমেলাতে গিয়ে
বইমেলাতে গিয়ে আমার
লেখা হলো কবিতা
আরও পেলাম দারুন জুটি
শাবানা না ববিতা।
শা তে শাহাদাত কহিলেন
চুটিয়ে চলুক আড্ডা
এইতো আমার স্বপ্নের সিলেট
নয়তো মেরুল বাড্ডা।
বা তে বাছিত বলেন এবার
তুলব মোরা ছবি
না তে নাজমুল আনসারী কন
আজকে সবই হবি।
আহমদ হোসেন হেলাল কহেন
খাবো এবার নান
বায়েজীদ এম ফয়সল কহেন
নানের সাথে রান।
সৈয়দ মবনুর স্টলে তুললেন
চোখধাঁধাঁনো ছবি
এই নাহলে কেমনে বলি
লেখক কিংবা কবি।
পান্ডুলিপির স্টলে হলো
আড্ডা কিংবা ধাক্কা
বইমেলাতে বই বেরুলে
লেখক যে হন পাক্কা।।