এবার লাঞ্চিত অভিনেত্রী রিয়া
সুরমা টাইমস বিনোদনঃ অপরিচিত যুবকের হাতে নিগৃহীতা অভিনেত্রী ও ভি জে রিয়া চক্রবর্তী। অভিযোগ, মুম্বাইতে খার এলাকায় নিজের বাড়িতেই তাঁকে আক্রমণ করে ওই দুষ্কৃতী। পুলিশকে রিয়া জানিয়েছেন, তিনি মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ ফ্ল্যাটে ঢুকছিলেন। বিল্ডিং-এ ঢোকার আগেই তাঁকে অনুসরণ করতে থাকে সেই যুবক। বুঝতে পেরে রিয়া দাঁড়িয়ে যান। সেই সময় ওই যুবক তাঁর পাশ দিয়ে হেঁটে বহুতলে ঢুকে যায়।
এরপর লিফ্টে ওঠার সময় ফের তার হাতে আক্রান্ত হন রিয়া। ওই অভিনেত্রী কোনওমতে লিফ্টে উঠে যান। অভিযোগ, হাত দিয়ে লিফ্টের দরজা আটকে তাঁর সঙ্গে অশালীন আচরণ করে ওই যুবক। সাহায্যের জন্য অনেক চিৎকার করেও কোনও লাভ না হওয়ায় যুবকের পেটে লাথি মারেন রিয়া। এরপর ঘটনাস্থল ছেড়ে চম্পট দেয় সেই যুবক। খার থানায় অভিযোগ জানিয়েছেন রিয়া। ওই বহুতলে লাগানো সিসিটিভি-র ফুটেজ দেখে অভিযুক্তকে শনাক্ত করার চেষ্টা চলছে।