বিশ্বনাথে গাঁজা সেবনের মহা-উৎসব
তজম্মুল আলী রাজু, বিশ্বনাথঃ সাচ্ছন্দে, নিরাপদে গাঁজা সেবন। কোন বাঁধা নেই। একের পর এক। একজন পান করে অন্যজন। চলছে ধারাবাহিকভাবে। নিশ্চুপ, নিরবতা। এমন পরিবেশ ছিল ইব্রাহিম মান্তানের বার্ষিক ওরসে। গত শনিবার রাতে বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের শ্রীপুর গ্রামে এমন ছিল ওরসে আসা ভক্ত-ভন্ডদের। এ মহা-উৎসবে যোগ দিয়েছেন দূর-দূরান্ত থেকে শত শত গাঁজাসেবীরা। মাঝে মধ্যে তাদের মধ্যে আনন্দ, ফুর্তি চোঁখে পড়ার মত। একজন আরেক জনকে বাদশার মত দিয়ে দেন সব কিছু। ‘ভাই আরাম লাগছে। এই তো মজা। ফুর্তি কর, আনন্দ কর। গাঁজা খেলে পাঞ্জা পাড়েসহ বিভিন্ন ধরনের আমোদ-ফুর্তি। ইব্রাহিম মাস্তানের বার্ষিক ওরসে প্রকাশ্যে গাঁজা সেবনের মহা-উৎসব চললেও প্রশাসন পালন করছে নিরব ভুমিকা।
জানাগেছে, ‘ইব্রাহিম শাহ ফকিরের’ মাজারে প্রতিবছরের ন্যায় এবারো গত শুক্রবার থেকে শুরু হয়েছে ৩দিন ব্যাপী বার্ষিক ওরস। শনিবার রাতে ওরসে গিয়ে দেখা যায় আগত ভক্তরা গাঁজা সেবনে মহা ব্যস্থ রয়েছেন। স্থানীয়দের অভিযোগ, প্রতি বছর ওরসের নামে আয়োজিত এই অনুষ্ঠানে মদ, গাঁজাসহ বিভিন্ন অপকর্ম চলে আসছে। ইতিপূর্বে ২০১২ সালে অনুষ্ঠিত ওরসে মদ-গাঁজা সেবনের দৃশ্য সাংবাদিকরা ক্যামেরাবন্দি করতে চাইলে পুলিশের উপস্থিতিতে সাংবাদিকদের হামলা চালায় কর্তৃপক্ষ। ঐ ঘটনায় থানায় এক সাংবাদিক সাধারন ডায়েরী করেছিলেন।