নাজিরবাজারে সুন্নী-সম্মেলন সম্পন্ন
তথ্য সন্ত্রাস ছড়ানোর পরও মহানবী (স.) দ্বীন-ইসলাম মানুষ গ্রহন করছে :ড. এনায়েতুল্লাহ আব্বাসী
তজম্মুল আলী রাজু, বিশ্বনাথ: আন্তজার্তিক খ্যাতি সম্পন্ন মোফাসসিরে কোরআন, আল্লামা, ড. সাইয়্যিদ মুফতি মুহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাসী ওয়া ছিদ্দিকী বলেছেন, ইসলামের বিরুদ্ধে সারা দুনিয়ায় সিএনএন, বিবিসিসহ বিভিন্ন ইলেকট্রনিক্য্র মিডিয়ায় তথ্য সন্ত্রাস ছড়ানো হচ্ছে। এতে ইহুদিরা কোটি কোটি ডলার ব্যয় করছে। তারপরও মহানবী হযরত মোহাম্মদ (স.) এর দ্বীন ইসলাম কে বিভিন্ন ধর্মের মানুষ গ্রহন করছে। আব্বাসী বলেন, বাংলাদেশে জাতীয় ১৩টি পত্রিকা রয়েছে। ওই পত্রিকার জন্য টাকা আসে ইসরাঈল থেকে। তারা ইসলাম, মসজিদ, মাদ্রাসা, ইসলামী আন্দোলন ঐতিহাসিক ঘটনার বিরুদ্ধে লেখালেখি করে। এসব সংবাদপত্র কাফির, মুসরিকদের পক্ষে লিখে যাচ্ছে। তিনি বলেন, যারা মুসলমান হয় নাই তারাও কোরআন পড়া শুনে মজা পাচ্ছে। ইসলাম শান্তির ধর্ম।
গত বৃহস্পতিবার রাতে বিশ্বনাথের সীমান্তবর্তী নাজিরবাজার লতিফিয়া ইসলামী পাঠাগারের উদ্যোগে বাজার সংলগ্ন পূর্বের মাঠে আয়োজিত ১৪ তম বার্ষিক বিশাল ‘ইসলামী সুন্নী মহা-সম্মেলনে’ প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। পাঠাগারের আজীবন সদস্য হাফেজ মৌলভী মাহমুদুর রহমান তালুকদারের সভাপতিত্বে সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন দারুন নাযাত কামিল মাদ্রাসা ঢাকার মুহাদ্দিস মাওলানা মুফতি নুরুল আমিন আমজাদী। বক্তব্য রাখেন সিলেট ২ আসনের সংসদ সদস্য ইয়াহইয়া চৌধুরী এহিয়া। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জালালপুর ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা জ.উ.ম.আব্দুল মুনাঈম, ইকড়ছই আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ছমিরউদ্দিন, চকবাজার আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবু ছালেহ আল-মাহমুদ। এছাড়া সুন্নী সম্মেলনে বিশিষ্ঠ ইসলামী চিন্তাবিদ বক্তব্য রাখেন।