তাহিরপুরে বিএনপির বিদ্রোহী প্রার্থীকে বহিস্কার
কামাল হোসেন,তাহিরপুরঃ সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির বিদ্রোহী প্রার্থী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান কে দলীয় সদস্যপদ সহ সবধরণের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিএনপি’র কেন্দ্রীয় যুগ্মমহাসচিব (দফতরের দায়িত্বপ্রাপ্ত) রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক দলীয় আদেশে এ বহিষ্কার করা হয়। এতে বলা হয় দলীয় শৃঙ্খলাভঙ্গ এবং দলের স্বার্থবিরোধী কর্মকান্ডে লিপ্ত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে গঠনতন্ত্রের ৫(গ) ধারা মোতাবেক কামরুজ্জামন কামরুলকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রাতমিক সদস্য দসহ সকল পর্যায়ের পদ থেকে নির্দেশক্রমে বহিস্কার করা হল এমন আদেশ দেওয়া হয়েছে।