সিলেট কারাগারের চিকিৎসাধীন কয়েদির মৃত্যু
সুরমা টাইমস রিপোর্টঃ সিলেট কেন্দ্রীয় কারাগারের চিকিৎসাধীন অবস্থায় সাজাপ্রাপ্ত এক আসামির মৃত্যু হয়েছে। তার নাম হেলাল (৩৫)।- তিনি বিশ্বনাথ উপজেলার ছত্রিশ গ্রামের হরুপ মিয়ার পুত্র। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। সিলেট কেন্দ্রীয় কারাগারের অতিরিক্ত জেলার শাখাওয়াত হোসেন রুবেল জানান, হেলাল অস্ত্র মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত ছিলেন। বৃহস্পতিবার সকাল সোয়া ১০ টার দিকে তিনি অসুস্থ হয়ে পড়লে তাৎক্ষনিক ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় সকাল ১০ টা ৩৫ মিনিটের দিকে তিনি মারা যান।
হাসপাতালের চিকিৎসকের বরাত দিয়ে তিনি বলেন, হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান। মৃতদেহে সুরত হাল প্রতিবেদন প্রস্তুত করে লাশ ওসমানী মেডকেল কলেজ মর্গে রাখা হয়েছে জানিয়ে তিনি বলেন, শুক্রবার ময়না তদন্ত শেষে মৃতদেহ নিহতের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।