কমলগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে আহত ৮ : বাড়িতে আগুন
কমলগঞ্জে জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষে ৮ জন আহত হয়েছে। এছাড়া উত্তেজিত জনতা ২টি বসতবাড়িতে অগ্নিসংযোগ করেছে ও ৩টি মোটর সাইকেল ভাংচুর করেছে। শুক্রবার দুপুরে উপজেলার কালীছালী বকশীটিলা নামক এলাকায় এ সংঘর্ষের ঘটনাটি ঘটেছে। জানা যায়, দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে কালিছালী বকশীটিলা এলাকার কাদের মিয়া ও ইমান আলীর মধ্যে বিরোধ চলে আসছিল। দুপুরে বিরোধপূর্ণ জমি নিয়ে উভয় পক্ষের লোকজনের মধ্যে বাকবিতন্ডা হয়। এর এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে উভয় পক্ষের ৮জন আহত হয়। তাদের মধ্যে গুরুত্ব আহত মকবুল মিয়া ও ইমান উল্ল্যাকে কমলগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপরদিকে, উত্তেজিত গ্রামবাসী মকবুল ও ইমান আলী বাড়ি গিয়ে তাদের ২টি বসত ঘরে আগুন দিয়ে পালিয়ে যায় এবং কাদির মিয়ার পরে ৩টি মটর সাইকেল ভাঙচুর করেছে। কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিহার রঞ্জন নাথ বলেন, ঘটনা সাথে সাথেই পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।