জেলার শ্রেষ্ঠ পুলিশ অফিসার বিশ্বনাথের এসআই সালাম
বিশ্বনাথ প্রতিনিধি: সিলেট জেলার শ্রেষ্ঠ পুলিশ অফিসার হিসেবে নির্বাচিত হয়েছেন বিশ্বনাথ থানার এস.আই. মো. আব্দুস সালাম। সিলেট রেঞ্জাধীন ৪টি জেলায় ১১ অক্টোবর ২০১৪ হতে ৩০ অক্টোবর ২০১৪ পর্যন্ত পরিচালিত বিশেষ অভিযানে বিশ্বনাথ থানার এসআই মো. আব্দুস সালাম সিলেট জেলার শ্রেষ্ঠ অফিসার হিসেবে সম্মাননায় ভূষিত হয়েছেন।
সূত্রে জানা যায়, সিলেট রেঞ্জ এর ডিআইজি মো. মিজানুর রহমান পিপিএম কর্তৃক ঘোষিত গত ১১ অক্টোবর ২০১৪ হতে ৩০ অক্টোবর ২০১৪ পর্যন্ত পরিচালিত বিশেষ অভিযানে মাদক উদ্ধার, সাজা পরোয়ানার আসামী গ্রেফতার, পরোয়ানা তামিল, মামলা নিষ্পত্তি ও অন্যান্য গুরুত্বপূর্ণ কাজের স্বীকৃতি স্বরূপ বিশ্বনাথ থানার এসআই. মো. আব্দুস সালাম জেলার শ্রেষ্ঠ অফিসার হিসেবে গতকাল মঙ্গলবার সিলেট রেঞ্জ কার্যালয়ে ডিআইজি মো. মিজানুর রহমান পিপিএম বিশ্বনাথ থানার এসআই আব্দুস সালাম কে কর্তৃক সম্মাননা পুরস্কারে ভ’ষিত করেন। এ পুরস্কার অনুষ্ঠানে সিলেট রেঞ্জের সকল জেলার পুলিশ সুপারসহ সিলেট জেলার অভিভাবক পুলিশ সুপার নুরেআলম মিনা পিপিএম এবং বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ মো. রফিকুল হোসেন উপস্থিত ছিলেন।