মিলানে সাপ্তাহিক পত্রিকা ‘দেশকাল’ এর সংবাদ সম্মেলন অনুষ্ঠিত
নাজমুল হোসেন,মিলান ইতালি থেকেঃ মিলান থেকে প্রকাশিত হতে যাওয়া সাপ্তাহিক পত্রিকা দেশকাল এর সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ৬ এপ্রিল রবিবার বিকাল ৫ টায় স্থানীয় আপ্যায়ন রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনে পত্রিকার প্রকাশক নাজমুল হোসেন স্বাগত বক্তব্য রাখেন। পত্রিকার সম্পাদক শফিকুল কবীর চন্দন ও ব্যবস্থাপক আল আমিন হোসেন কে পরিচয় করিয়ে দেন।
দেশকাল পত্রিকার সম্পাদক শফিকুল কবীর চন্দন পত্রিকা প্রকাশনা সম্পর্কে উপস্থিত সাংবাদিকদের কাছে তথ্য প্রকাশ পরিকল্পনা উপস্থাপন করেন। তিনি জানান দেশকাল সাপ্তাহিক পত্রিকা হিসাবে ইতালিতে প্রথম প্রকাশিত হতে যাচ্ছে। তিনি বলেন, মিলানোতে যেখানে একটি মাসিক পত্রিকা প্রকাশ করা দুষ্কর সেখানে একটি সাপ্তাহিক পত্রিকা প্রকাশ করার চেষ্টা নিঃসন্দেহে একটি সাহসী পদক্ষেপ। এই পত্রিকাটি হবে দল মত নির্বিশেষে সকলের। দেশকাল প্রবাসী বাংলাভাষীদের পক্ষে থেকে, একটি দল নিরপেক্ষ সামাজিক, সাংস্কৃতিক, কৃষ্টি ও ঐতিহ্যমুখীনতাকে উপজীব্য করে গৃহীত সম্পাদকীয় নীতিমালা অনুযায়ী অগ্রসর হতে চায়। প্রবাসী নবীন প্রবীন অভিজ্ঞ সংবাদকর্মীদের সমন্বয়ে গঠিত সম্পাদনা পরিষদ একটি নিয়মিত সাপ্তাহিক প্রকাশনা অব্যাহত রাখার লক্ষ্যে নিরলস কাজ করে যাচ্ছে। তিনি দেশকাল এর নিয়মিত প্রদায়ক হতে উপস্থিত সংবাদকর্মীদের আহবান জানান। তাঁর মতে আপনিও হতে পারেন এই পত্রিকার সম্মানিত -পাঠক,লেখক,পৃষ্ঠপোষক ও শুভানুধ্যায়ী এমনকি আপনার নানা আয়োজন, প্রয়োজন এর এক বিশ্বস্ত প্রচারক ও সংগঠক হোক এই প্রকাশনা। সম্পাদক হিসাবে দেশকাল পত্রিকা প্রকাশনায় সকলের সহযোগিতা কামনা করেন এবং ঘোষণা করেন যে, আগামী ১৩ এপ্রিল দেশকাল পত্রিকার উদ্বোধনী সংখ্যা প্রকাশিত হবে একটি প্রকাশনা অনুষ্ঠানের মাধ্যমে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের বিশেষ কার্য্যনির্বাহী পরিষদের অন্যতম সদস্য কবির উদ্দিন আহমেদ, ইউরো বিডি নিউজ অনলাইন পত্রিকার সম্পাদিকা সেলিনা আক্তার, মাসিক প্রবাস বাংলার সম্পাদক মোসলেহ উদ্দিন খোকন, মাসিক প্রবাস বার্তার সম্পাদক তুহিন মাহমুদ,এটিএন বাংলার মিলান প্রতিনিধি এ কে রুহুল সান, চ্যানেল নাইন প্রতিনিধি ফেরদৌসী আক্তার পলি,এনটিভি প্রতিনিধি নাজমুল হোসেন, বাংলাভিশিন প্রতিনিধি আল আমিন, এস এ টিভির প্রতিনিধি জাকির হোসেন প্রমুখ।