সিরিজ ডাকাতির ৩য় দিনে আহত-১ : ছাতকে আবারো প্রবাসীর বাড়িতে ডাকাতি
৪ লক্ষাধিক টাকা লুঠ
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: ছাতকে সিরিজ ডাকাতির তৃতীয় দিনে আবোরো সৌদি আরব প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় ৪লক্ষাধিক টাকার মালমাল লুট ও ডাকাতের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত কালা মিয়া (৩৫) হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। গত রোববার গভীর রাতে উপজেলার কালারুকা ইউনিয়নের রাজাপুর গ্রামে এ ঘটনা ঘটে। জানাযায়, রাজাপুর গ্রামের মৃত ফয়জুর রহমানের পুত্র সৌদি আরব প্রবাসী কালা মিয়ার বাড়িতে ১০-১৫জনের একদল ডাকাত দরজা ভেঙ্গে বসতঘরে প্রবেশ করে লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ দেড়লক্ষ টাকা, সাড়ে ৩ভরি স্বর্ণালংকার, লক্ষাধিক টাকার দেশী-বিদেশী শাড়ীসহ ৪লক্ষাধিক টাকার মালামাল লুট করে নেয়। এ সময় গৃহকর্তা কালা মিয়াকে রামদা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করলে আশংকাজনক অবস্থায় তাকে ছাতক হাসপাতালে ভর্তি করা হয়। রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। গত শনিবার রাতে ছাতক ইউনিয়নের মধুকুনি-বকিরপার গ্রামের যুক্তরাজ্য প্রবাসী বাহার মিয়া ও কবির মিয়ার বাড়ি ও শুক্রবার রাতে কালারুকা ইউনিয়নের উদয়পুর গ্রামের হারিছ আলীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে।