কানাইঘাট পূজা উদযাপন পরিষদের উদ্যোগে পুনঃর্মিলনী অনুষ্ঠিত
কানাইঘাট প্রতিনিধি: বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ কানাইঘাট উপজেলা শাখার পূনঃর্মিলনী অনুষ্ঠান গত শুক্রবার বিকেল ৩টায় চাউরা গ্রামস্থ বাবু সুনীল চন্দ্র দাসের বাড়ীতে অনুষ্ঠিত হয়। উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মাষ্টার সুলীল চন্দ্র দাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বাবু ভজন লাল দাসের পরিচালনায় পূজা পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম রানা। বিশেষ অতিথি ছিলেন কানাইঘাট থানার ওসি (তদন্ত) শফিকুল ইসলাম, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি বাবু দূর্গা কুমার দাস, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বাবু হরিপদ শর্মা, পূজা উদযাপন পরিষদের সিলেট জেলার সাংগঠনিক সম্পাদক শ্রী রিংকু চক্রবর্তী, সাংস্কৃতিক সম্পাদক চিত্রশিল্পী ভানু লাল দাস, কানাইঘাট প্রেসকাবের দফতর সম্পাদক নিজাম উদ্দিন, সাংবাদিক আব্দুন নূর, কানাইঘাট থানার এসআই সুজন মজুমদার। বক্তব্য রাখেন পূজা উদযাপন পরিষদ নেতা ইউপি সদস্য মানব দাস, প্রতাপ চন্দ্র দাস, বিধান চৌধুরী, লিটন দাস, সুরেশ রায়, লিটন রায়, বিনয় রঞ্জন দাস, সত্যেন্দ্র দাস, প্রাণকৃষ্ণ রায়, রাম কুমার বিশ্বাস, মধুমোহন লাল, শীতল দাস, রঞ্জিত দাস, সুমন দাস প্রমুখ। সভায় উৎসব মূখর ও শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় দূর্গাপুজা সম্পন্ন হওয়ায় পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ স্থানীয় প্রশাসনসহ সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।