নতুন প্রণয়ে আরফিন রুমি!
সুরমা টাইমস বিনোদনঃ একটি নয়, করেছেন দুইটি বিয়ে। ফলস্বরূপ খেসারতও দিতে হচ্ছে হালের অন্যতম আলোচিত ও বিতর্কিত সঙ্গীত শিল্পী আরফিন রুমিকে। প্রথম স্ত্রী অনন্যার দায়ের করা মামলার বেড়াজাল থেকে কিছুতেই বের হতে পারছেন না তিনি। এরই মাঝে নাকি নতুন করে প্রণয়ে জড়াচ্ছেন রুমি। এরকমই একটি খবর ছড়িয়ে পড়েছে বিভিন্ন
অনলাইন পোর্টাল ও লোকমুখে। তাদের দাবি, ‘ত’ আদ্যাক্ষরের এক উঠতি মডেলের সঙ্গে হরহামেশা দেখা যাচ্ছে তাকে। আর এ বিষয়টি নিয়েই গুঞ্জন শোনা যাচ্ছে অডিও পাড়ায়।
জানা গেছে, গত কয়েক সপ্তাহ যাবৎ ওই উঠতি মডেলের সঙ্গে কাজের ফাঁকে ঘুরে বেডাচ্ছেন রুমি।
এমনকি ২/৩ দিন আগে বেসরকারি একটি স্যাটেলাইট চ্যানেলে প্রোগ্রাম ছিল ‘ত’ আদ্যাক্ষরের মডেলটির। অনুষ্ঠান শেষে মাঝরাতে লালবাগের বাসায় তাকে পৌঁছে দেয় রুমি।অন্যদিকে, রুমির আরেক ঘনিষ্ঠ বন্ধু যিনি লক্ষ্মীবাজারে থাকেন তার দাবিও ঠিক একই রকম। তিনিও জানান, সাম্প্রতিক কালে রুমি ও সেই মডেলের মধ্যে ঘনিষ্ঠতা বাড়ছে।
এ খবরের সত্যতা জানতে রুমির মুঠোফোনে কল দিলে তা বন্ধ পাওয়া যায়। তবে সত্য-মিথ্যা যাই হোক না কেন রুমির নতুন প্রণয়ের এ গুঞ্জনটি বেগবান হচ্ছে।