রাজনগরে দোকান বাকির টাকা নিয়ে হামলা পালটা হামলা সহ দোকান ভাংচুর

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজারের রাজনগর উপজেলার ফতেপুর ইউনিয়নের বেতাহুঞ্জা গ্রামে রবিবার রাত ১১ টায় দোকান বাকির টাকা নিয়ে কথাকাটাকাটির জের ধরে হামলা পালটা হামলায় ১ জন আহত সহ একটি দোকান ভাংচুর করা হয়েছে।স্থানীয় সুত্র জানায়,মোকামবাজার বণিক সমিতির সাধারন সম্পাদক মোহাম্মদ আলীর দোকানে বেতাহুঞ্জা গ্রামের আম্বর মিয়া ক্রমান্বয়ে ১৩ হাজার টাকা বাকি করেন।দীর্ঘদিন যাবৎ আম্বর আলী পাওনা দোকান বাকির টাকা পরিশোধ না করায় এ নিয়ে একটি শালিস বৈঠক হয়।বৈঠকে আম্বর আলী মোহাম্মদ আলীর দোকানের বাকি ১৩ হাজার টাকার মধ্যে দশ হাজার টাকা কয়েকদিনের মধ্যে প্ররিশোধ করার সিদ্ধান্ত হয়।কিন্তু সিদ্ধান্তের কয়েকমাস পেরিয়ে গেলেও আম্বর আলী দোকান বাকির টাকা পরিশোধ না করায় রবিবার রাত ১১ টায় মোহাম্মদ আলী দোকান থেকে বাড়ি ফেরার পথে আম্বর আলীকে পেয়ে দুইজনের মধ্যে তর্ক-বিতর্কের এক পর্যায়ে আম্বর আলীর ছেলে বাবুল মিয়া কয়েকজন সঙ্গী নিয়ে এসে অতর্কিতে মোহাম্মদ আলীর উপর হামলা চালিয়ে রক্তাত্ব জখম করে।এদিকে মোহাম্মদ আলীকে মারধরের ঘটনা তার আত্বীয়-স্বজনের কাছে পৌছে গেলে,তারা ও দেশীয় অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে বাবুল মিয়ার দোকান ভাংচুর করে।বাবুল মিয়ার পিতা আম্বর আলী জানান,দোকান ভাংচুর কারীরা তার ছেলের দোকানের সমস্ত মালামাল টাকা পয়সা লুট করে নিয়ে গেছে।এদিকে মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন মোহাম্মদ আলী প্রতিবেদকে মোবাইল ফোনে জানান,তার উপর হামলাকারীরা তার কাছ থেকে নগদ লক্ষাধিক টাকা ছিনিয়ে নিয়েছে।তিনি জানান,হামলা কারীরা তার টাকা ছিনিয়ে নেবার জন্য অতর্কিতে হামলা করেছে।এব্যাপারে সংশ্লিষ্ট থানায় পৃথক দুঠি অভিযোগ দায়ের করা হয়েছে।পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।