দিরাইয়ে হলুদ সাংবাদিকতা প্রতিরোধের ঘোষণা
জুবের সরদার দিগন্ত, দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ বিদ্যালয়ের এতিহ্য ও ভাবমূর্তি ুন্ন হয় এমন উদ্দেশ্য মূলক যে কোনো সংবাদ প্রকাশ হলে ওই ধরণের হলুদ সাংবাদিকতা প্রতিরোদ করা হবে। এ ঘোষণা দেন দিরাই উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটি। গতকাল সোমবার দুপুরে বিদ্যালয়ের প্রধান শিকের কার্যালয়ে জরুরি এক সভায় এ ঘোষণা দেন তারা। পরিচালনা কমিটির সভাপতি মুজিবুর রহমানের সভাপতিত্বে ও প্রধান শিক সব্যসাচির পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, পরিচালনা কমিটির সদস্য ও শিক-শিকিারা। এ ব্যাপারে পরিচালনা কমিটির সভাপতি মুজিবুর রহমান ও প্রধান শিক সব্যসাচি দাস বলেন, গত ২২ সেপ্টেম্বর স্থানীয় যুগান্তর প্রতিনিধি জিয়াউর রহমান লিটন বিদ্যালয়ের টিফিনের সময়ে কর্তৃপরে বিনা অনুমতিতে বিদ্যালয়ে প্রবেশ করে কয়েকটি শ্রেনী করে ছবি তুলে তড়িগড়ি করে বিদ্যালয় ত্যাগ করেন এবং পরের দিন এই ছবি সহ যুগান্তর প্রত্রিকায় সম্পুর্ন উদ্দেশ্য প্রনোদিত ভাবে বিদ্যালয়ের এতিহ্য নষ্ট করার উদ্দেশ্যে সংবাদ প্রকাশ করেন। আমার আজ (গতকাল সোমবার) জরুরি মিটিং করে এ সংবাদেও তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এবং সিদ্ধান্ত নিয়েছি আগামীতে বিদ্যালয়ের এতিহ্য নষ্ট হয় এমন কোনো সংবাদ প্রকাশ হলে আমরা তার প্রতিরোধ করবো। বিদ্যায়ের সিনিয়র শিক মৃনালকান্তি আর্চায্য বলেন, আমি সে দিন প্রধান শিকের দায়ীত্বে ছিলাম, বিদ্যালয়ের টিফিনের সময় হঠাৎ যুগান্তর প্রতিনিধি জিয়াউর রহমান লিটন আমাদের কারো সাখে কোনো যোগাযোগ না করে হঠাৎ বিদ্যালয়ে ঢুকে কয়েকটি শ্রেনী করে ছবি তুলে নিয়ে যান। পরে তার সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন ছবি তুলতে কারো অনুমতি লাগেনা, আমি ইউএনওর অনুমতি নিয়ে এসেছি।