বিশ্বনাথে বজ্রপাতে যুবক নিহত
বিশ্বনাথ প্রতিনিধিঃ বজ্রপাতে বিশ্বনাথে ২২ বছর বয়সী এক যুবক নিহত হয়েছেন। তার নাম লায়েছ আলী। গতকাল মঙ্গলবার সকালে উপজেলার দৌলতপুর ইউনিয়নের গোয়াহরি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত লায়েছ মৃতঃ কলমদর আলী পুত্র। বিকেল ৫টায় নিহতের জানাযার নামাজ শেষে তাকে পারিবারিক কবরস্থানে তাকে দাপন করা হয়। এছাড়া বজ্রপাতে আহত হয়েছেন আরেক যুবক। তার নাম ছমিরউদ্দিন। বয়স ৩০ বছর। তিনি রামপাশা ইউনিয়নের রহমাননগর গ্রামের আরিজ আলী পুত্র।
গোয়াহরি গ্রামের ইকবাল হোসেন বলেন, সকালে বোরো জমির বীজতলা প্রস্তুত করতে গিয়ে বজ্রপাতে নিহত হয় লায়েছ আলী। পাশের জমিতে কাজ করা অবস্থÍায় আহত হয়েছে ছমিরউদ্দিন।