কানাইঘাটে দুই শিবির নেতা গ্রেফতার
কানাইঘাট প্রতিনিধি: কানাইঘাট সদর সাথী শাখা শিবিরের সভাপতি রশিদ আহমদ (২৬) ও কানাইঘাট ডিগ্রি কলেজ শাখা শিবিরের সভাপতি জুবায়ের আহমদ (২৪) কে গ্রেফতার করেছে কানাইঘাট থানা পুলিশ। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে মনসুরিয়া মাদ্রাসা ত্রিমোহনী পয়েন্ট থেকে থানার একদল পুলিশ এ দুই শিবির নেতাকে গ্রেফতার করে। ধৃতদের মধ্যে শিবির নেতা রশিদ আহমদকে গতকাল আদালতে সোপর্দ করেছে পুলিশ। থানা হাজতে আটক করে রাখা হয়েছে কলেজ সভাপতি জুবায়ের আহমদকে। থানার অফিসার ইনচার্জ আব্দুল আউয়াল চৌধুরী জানিয়েছেন, গ্রেফতারকৃত শিবির নেতা রশিদ আহমদের বিরুদ্ধে দুটি মামলার ওয়ারেন্ট রয়েছে। তবে জুবায়ের আহমদের বিরুদ্ধে থানায় কোন মামলা নেই বলে জানা গেছে। তাকে আটক দেখিয়ে আজ আদালতে পুলিশ প্রেরণ করবে বলে থানা সূত্রে জানা গেছে।