বালাগঞ্জে উন্নয়ন প্রকল্পের বরাদ্ধ ন্যায্য মূল্য বঞ্চিতঃ উন্নয়ন ব্যাহত
এসএম হেলাল, বালাগঞ্জ; বালাগঞ্জের বিভিন্ন সরকারী প্রকল্পের বরাদ্ধ বিক্রয়ে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। এতে করে জন প্রতিনিধিরা ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্চেন। পাশা পাশি এলাকার আশানুরুপ উন্নয়ন হচ্ছে না। যেখানে বিভিন্ন সরকারী প্রকল্প (টি আর,কাবিখা) বরাদ্ধ গুলো ন্যায্য মূল্যে বিক্রয় করা যাচ্ছে না সেখানে শতভাগ উন্নয়নের কথা চিন্তা করা আর অরন্যের রুধন করা সমান কথা।
অনুসন্ধানে জানাযায়, বিশেষ করে টিআর কাবিখা বরাদ্ধ দলীয় ডিলার ছাড়া অন্য কারো কাছে বিক্রয় করার নিয়ম উপায় নেই। ডিলাররা সরকারী মূল্যকে উপেক্ষা করে তাদের মন গড়া মূল্যে চাল ও গম কিনে থাকেন। একটন চালের সরকারী মূল্য প্রায় ৩২ হাজার টাকা, গম প্রতিটন ২৮হাজার টাকা থাকলেও সেটা বিক্রি করতে হচ্ছে চাল টন প্রতি ১৭/১৮ হাজার ও গম টন প্রতি ১৩/১৪ হাজার টাকা করে। মসজিদ, মাদ্রাসা ,মাজার, ঈদগাহ, কবর স্থান, ও মন্দিরসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্টানের উন্নয়ন প্রকল্পের বরাদ্ধ জনপ্রতিনিধিদের বিক্রি করতে হচ্ছে ডিলারদের নির্ধারিত মূল্য অনুযায়ী। অন্য দিকে বিরোধী দলীয় মেম্বার চেয়ারম্যানরা কৌঠা অনুযায়ী সরকারী বরাদ্ধ না পেয়ে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলেছেন। নাম প্রকাশে অনিচ্চুক বালাগঞ্জ সদর ইউনিয়নসহ কয়েকটি ইউনিয়ন পরিষদের সদস্যরা জানান, আমরা বড় অসহায় সরকার দলীয় জনপ্রতিনিধীদের মত দান অনুদান পাইনা। এ সব বিষয়ে প্রতিবাদ করলে ভবিষ্যতে হয়তো আর একে বারেই পাবো না। মাঝে মধ্যে যৎ সামান্য বরাদ্ধ পেলেও তারা আমাদের ভূল ভ্রান্তি খোজে বের করার চেষ্টা করা হয়। তিনি আরো বলেন, গ্রামীন অবকাঠামোগত বিভিন্ন উন্নয়ন ও সংস্কার কাজে রয়েছে ব্যাপক অনিয়ম এবং দুর্নীতি।