ফরমালিনের প্রতিবাদ করায় সাংবাদিক লাঞ্চিত
কামাল হোসেন,তাহিরপুর(সুনামগঞ্জ)
সারাদেশে যখন ফরমালিনযুক্ত ভেজাল বিরোধী অভিযানে সরকার তৎপর। সেই সুযোগে শহুরে ব্যবসায়ীগণ গ্রামসহ প্রত্যন্ত অঞ্চলকে ব্যবসার হাতিয়ার হিসেবে তৈরী করে রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে। রমজান মাসে বাহারী রঙে সাজিয়ে বিক্রি করছে ইফতার সামগ্রী। আম সহ ফলসমূহতে দেওয়া হচ্ছে উচ্চ মাত্রার ফরমালিন। প্রশাসনের নজর ফাঁকি দিতে ব্যবসায়ীদের অভিনব পন্থারও জুড়ি নেই। অবশেষে জনগনের ভোগান্তির শেষ নেই। এসব ফরমালিন ও ভেজালযুক্ত ফল গ্রহন করে মারাত্বক রোগ ব্যাধীতে আক্রান্ত হচ্ছে শিশু থেকে বয়োবৃদ্ধরা। ফরমালিন দ্বারা নষ্ট হওয়া বিক্রিত আম ফেরত দিতে গেলে বিশ্বম্ভরপুরের চানপুর গ্রামের মস্তো নামক আম ব্যবসায়ী নতুন পাড়াস্থ দোকানে সাংবাদিক আশরাফুল ইসলামের সাথে দূর ব্যবহার করে। পরে শিল্পী প্রিন্স রুবেল ফরমালিন যুক্ত আম বিক্রির প্রতিবাদ করলে তাকেও উক্ত ব্যবসায়ী গালি-গালাজ করে। জানা যায়, এসব ফরমালিনযুক্ত আম ব্যবসায়ীরা একজুটবদ্ধ হয়ে কাজ করে বিধায় ভয়ে কেউ তাদের বিরোদ্ধে প্রতিবাদ করতে সাহস হয় না। এ সুযোগে তারা ফরমালিন যুক্ত করে বিভিন্ন সময় মৌসুমী ফল-সমূহ বাজারে বিক্রি করলে বিভিন্ন মারাত্বক রোগ-ব্যাধিতে আক্্রান্ত হয় সর্বশ্রেণীর জনসাধারন।