চায়ের দোকান দিচ্ছেন মৌসুমী-ফেরদৌস!
সুরমা টাইমস বিনোদনঃ এবার চায়ের দোকান দেবেন ঢালিউডের জনপ্রিয় অভিনেতা ফেরদৌস ও চিত্রনায়িকা মৌসুমী। আগামী ৩রা এপ্রিল এই চায়ের দোকানটির উদ্বোধন করা হবে। এফডিসিতে দোকানটি উদ্বোধীত হবে। রাজ্জাক এই দোকানটির উদ্বোধন করবেন।
ফেরদৌস এই প্রসঙ্গে বলেন, ‘এক কাপ চা’ সিনেমাটি আমি তৈরি করেছি। আমি পরিকল্পনা করেছি যে আগামী রোজার ঈদে চলচ্চিত্রটি মুক্তি দেব। তাই ছবিটি মুক্তির আগে প্রচারণা শুরু করতে চাই। আর আমি আমার এ প্রচারণায় নতুনত্ব ধরে রাখতে চাই।
তিনি আরও জানান, যেদিন আমরা চায়ের দোকানটির উদ্বোধন করবো সেদিন এফডিসিতে কাপ, মগ, ক্যাপ, টি-শার্ট থাকবে। আর প্রতিটি জিনিসেই ‘এক কাপ চা’ সিনেমার লোগো দেওয়া থাকবে।
প্রসঙ্গত, নঈম ইমতিয়াজ ‘এক কাপ চা’ সিনেমাটি পরিচালনা করেছেন। ফেরদৌস সিনেমাটি প্রযোজনা করেছেন। এছাড়া তিনি ছবিটিতে অভিনয়ও করেছেন। ফেরদৌসের সাথে সিনেমাটিতে মৌসুমীও অভিনয় করছেন।