কলার মধ্যে কোটি ডলারের কোকেন! (ভিডিও)
সুরমা টাইমস ডেস্কঃ যুক্তরাজ্যের কেন্টে কলম্বিয়া থেকে আসা কলার চালানের মধ্য থেকে আড়াই কোটি মার্কিন ডলার মূল্যের কোকেন উদ্ধার করেছে যুক্তরাজ্যের পুলিশ। স্কটল্যান্ড ইয়ার্ডের কর্মকর্তারা জানিয়েছেন, কেন্টের একটি ওয়্যারহাউসে তল্লাসি চালিয়ে আসল ফলের মধ্য থেকে কোকেন উদ্ধার করা হয়।১০ জুলাই থেকেই ওই ওয়্যারহাউসে নজর রাখছিলেন বলে ওই কর্মকর্তা জানিয়েছেন। স্কটল্যান্ড ইয়ার্ড জানিয়েছে, ওই কলার চালানে ১৫০ কিলোগ্রাম ওজনের কোকেন ছিল।এ ঘটনায় চারজনকে লন্ডন ও কেন্ট থেকে গ্রেফতার করা হয়েছে। তারা পুলিশ হেফাজতে রয়েছেন।