নবীগঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ : ১ যুবক গুরুতর আহত
নবীগঞ্জ প্রতিনিধিঃ বৃহস্পতিবার বিকেলে নবীগঞ্জ পৌর এলাকার পূর্ব তিমিরপুর গ্রামে ফুটবল খেলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হয়েছে ১জন। তাকে নবীগঞ্জ উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।জানা যায় গতকাল পূর্ব তিমিরপুর ফুটবল মাঠে বল পাস দেওয়া নেওয়াকে কেন্দ্র করে ওই গ্রামের মৃতঃ তরমুজ মিয়ার পুত্র ফারছু মিয়া সাথে একই গ্রামের রুবেল মিয়ার সাথে বাক-বিতন্ড হয় এ নিয়ে খেলা বন্ধ হয়ে যায়। এর কিছুক্ষন পরে পূর্ব তিমিরপুর গ্রামের লন্ডন প্রবাসী জিতু মিয়ার নেতৃত্বে তারেক, রুবেল, রতন, ফয়ছল, শায়েলসহ একদল লোক মৃতঃ তরমুজ মিয়ার পুত্র ফারছু মিয়ার উপর হামলা চালায় তখন সে গুরুত্বর আহত হয় সাথে সাথে তাকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে ভর্তি করা হয়েছে।