নবীগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদকের পিতার সুস্থতা কামনা
নবীগঞ্জ প্রতিনিধিঃ নবীগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক ও বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট নবীগঞ্জ উপজেলা শাখার সাধারন সম্পাদক প্রভাষক উত্তম কুমার পাল হিমেলের পিতা জন্টু কুমার পালের সুস্থতা কামনা করছেন । জাতীয় হিন্দু মহাজোট নবীগঞ্জ উপজেলা কমিটির নেতৃবৃন্দ। আশু সুস্থতা কামনা করে পত্রিকায় বিবৃত্তি দাতারা হলেন সংগঠনের সভাপতি এডভোকেট রাজীব কুমার দে তাপস,সহ-সভাপতি কালীপদ ভটাচার্য্য,নিকুঞ্জ পাল নিখিল,যুগ্ম সাধারন সম্পাদক অমলেন্দু সুত্রধর, পবিত্র চন্দ্র বনিক,পিন্টু রায়,সাংগঠনিক সম্পাদক প্রভাষক জন্টু চন্দ্র রায়, অর্থ সম্পাদক হিমাংশু শেখর রায়,নির্বাহী সদস্য রঙ্গ রায়,মৃদুল কান্তি রায়, নিতেশ চন্দ্র রায়, সলিল বরন দাশ, দেবলা দাশ,রাখাল চন্দ্র দাশ,সুমন তালুকদার,গোপেশ চন্দ্র দাশ,বিধান চন্দ্র দেব,শ্যামল চন্দ্র চক্রবর্তী,জীবন কুমার ভট্রাচার্য্য প্রমূখ।
উল্লেখ্য গত কিছুদিন পূর্বে জন্টু কুমার পালের কোমরের কিপ জয়েন্টের হাড় ভেঙ্ড়ে যাওয়ায় তিনি অসুষ্থ হয়ে পড়েন। আজ তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসাপাতালে উন্নত চিকিৎসার জন্য ভর্তি করা হবে।