নবীগঞ্জে আমরা আর্জেন্টিনা সমর্থকদের শত হাত লম্বা পতাকা উত্তোলন
উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ প্রতিনিধিঃ
দীর্ঘ অপেক্ষার পালা শেষ । গত ১৩ জুন থেকে অনুষ্টিত হয়েছে বিশ্বকাপ ফুটবলের বিশতম আসর। আর বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ও আনন্দদায়ক এ খেলাকে আরো বেশী উপভোগ্য করে তোলতে নবীগঞ্জে ও বিশ্বকাপ ফুটবল খেলাকে কেন্দ্র করে উড়ছে হাজার হাজার পতাকা। উপজেলার বিভিন্ন হাট-বাজার,গ্রাম-গঞ্জ ও অলিগলি ঘুরে দেখা যায় সবচেয়ে বেশী পতাকা হল বিশ্বের সবচেয়ে জনপ্রিয় দল ফেভারিট দল আর্জেন্টিনার পতাকাই রয়েছে বেশী। নবীগঞ্জে এ খেলার আর্কষনকে আরো আনন্দময় করে তোলতে আমরা আর্জেন্টিনা সমর্থক দলের নেতৃবৃন্দ গত বুধবার নবীগঞ্জ জে,কে মডেল উচ্চ বিদ্যালয় গেইট সংলগ্ন স্থানে নবীগঞ্জের সবচেয়ে দীর্ঘ ১ শত হাত লম্বা আর্জেন্টিনা সমর্থকদের নাম সম্বলিত পতাকা প্রদর্শন করেছেন। পতাকা উত্তোলনকারী আমরা আর্জেন্টিনা দলের সমর্থকরা হলেন আর্জেন্টিনা সমর্থক দলের সাধারন সম্পাদক প্রভাষক উত্তম কুমার পাল হিমেল,শিক্ষক মোঃ রুবেল মিয়া,রতন লাল রায়,দিপক রায় বোরন,মুক্তাদির মিয়া,সুরঞ্জন রায়,রামকৃষ্ণ সরকার,হেমেন্দ্র সরকার,শান্ত দাস(মার্কুলী),রিপ্টু তালুকদার,সুকমল দাস,রিপন সরকার প্রমূখ। বিশ্বের জনপ্রিয় এ খেলার আসরে ফুটবলের ঈশ্বরখ্যাত সাবেক তারকা ম্যারাডোনা এবং বর্তমান তারকা মেসির নেতৃত্বে আর্জেন্টিনা সফলতার চুড়ায় স্থান করে নিবে এটাই্ সমর্থকদের বিশ্বাস।