বড়লেখা সদর ইউপির সুনাতুলায় নাগরিক সংবর্ধনা প্রদান
বড়লেখা উপজেলার সদর ইউনিয়নের ১নং ওয়ার্ডের সোনাতুলা গ্রামবাসীর পক্ষ থেকে দ্বিতীয় বারের মত ৬নং সদর ইউনিয়নের চেয়ারম্যান সোয়েব আহমদ ও ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে ফয়সল আলম স্বপন নির্বাচিত হওয়ায় এবং একই মঞ্চে গ্রাম উন্নয়নে বিশেষ অবদানের জন্য এলাকার সন্তান সাংবাদিক সমছ উদ্দিন কে সবুজ বাংলা ক্রিকেট ক্লাবের পক্ষ থেকে এক নাগরিক সংবর্ধনা প্রদান করা হয়। শিক্ষানুরাগী ইছহাক আলী মাস্টারের সভাপতিত্বে ও আতিকুর রহমান ও আবেদ আহমদের যৌথ পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অনুষ্টানের সংবর্ধিত অতিথি ও নবনির্বাচিত চেয়ারম্যান সোয়েব আহমদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নব নির্বাচিত ১নং ইউপি সদস্য ফয়সল আলম স্বপন, সোনাতুলা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ডাঃসজল সরকার, বর্তমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এ কে এম আব্দুল লতিফ, বিশিষ্ট সমাজ সেবক ও মুরব্বি ডাঃ ফয়জুর রহমান, সাবেক মেম্বার মতিউর রহমান, ইসলামী সমাজ কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আতিকুর রহমান, সবুজ বাংলা ক্রিকেট ক্লাবের সভাপতি সমছ উদ্দিন,ডাঃরিংকু চক্রবর্তী, জামিল আহমদ, মিছবাহ উদ্দিন প্রমুখ।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক সুলতান আহমদ খলিল, সাংবাদিক তপন কুমার দাস সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ স্কুল-কলেজ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। পরিশেষে সংবর্ধিত অতিথিদের কে ক্রেস্ট প্রদান ও বাংলা নববর্ষ কে বরণের লক্ষে অতিথি শিল্পীদের পরিবেশনায় আয়োজন করা হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।প্রেস বিজ্ঞপ্তি