সিলেট আওয়ামী লীগের উদ্যোগে অর্থমন্ত্রীর সংবর্ধনা আজ
স্বাধীনতা পদক পাওয়ায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতকে আজ (শনিবার) সংবর্ধনা দেবে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ। নগরীর রিকাবিবাজারস্থ নজরুল অডিটোরিয়ামে বিকাল ৩টায় এ সংবর্ধনা প্রদান করা হবে।
সংবর্ধনা অনুষ্ঠানে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের অন্তর্ভূক্ত সকল ইউনিট ও সহযোগী অঙ্গ সংগঠনের সকল স্তরের নেতাকর্মীদের উপস্থিত থাকার জন্য আহবান জানিয়েছেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি লুৎফুর রহমান, সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী এবং মহানগর আ’লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান ও সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ। বিজ্ঞপ্তি