বিশ্বের শীর্ষ নেতাদের তালিকায় শেখ হাসিনা
ডেস্ক রিপোর্ট :: আন্তর্জাতিক ফরচুর ম্যাগাজিনের জরিপে বিশ্বের শীর্ষ নেতাদের তালিকায় স্থান করে নিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।তিনি আছেন দশম স্থানে।
আজ বৃহস্পতিবার ম্যাগাজিনটি বিশ্বের ৫০ জন নেতার একটি তালিকা প্রকাশ করে। সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১০ নম্বরে জায়গা করে নিয়েছেন।তালিকায় এক নম্বরে রয়েছেন অ্যামাজন ডটকমের প্রধান নির্বাহী কর্মকর্তা জেফ বেজোস, তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছেন জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল, তৃতীয় স্থানে রয়েছেন মিয়ানমারের গণতান্ত্রিক নেত্রী ও নোবেল পুরস্কার বিজয়ী অং সান সু চি, চতুর্থ স্থানে রয়েছেন পোপ ফ্রান্সিস। পঞ্চম অবস্থানে রয়েছে আমেরিকান প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপলের ইনকর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা টিম কুক। আর যষ্ঠ অবস্থানে রয়েছে দশবার গ্রামি আওয়ার্ড, একবার গোল্ডেন গ্লোব ও একবার অস্কার বিজয়ী যুক্তরাষ্ট্রের বিখ্যাত গায়ক জন লিজেন্ড। বিশ্ব জলবায়ু পরিবর্তন বিষয়ক জাতিসংঘের নির্বাহী সচিব ক্রিস্টিনা ফিগুইরেস রয়েছেন সপ্তম স্থানে। অষ্টম স্থানে রয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের হাউস অব রিপ্রেজেন্টিভসের স্পিকার পল রাইয়ান এবং নবম স্থানে রয়েছেন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের বিচারক রুথ বাডার গিন্সবার্গ।