জকিগঞ্জ থানা হাজতে আত্বহত্যার চেষ্টা
জকিগঞ্জ প্রতিনিধিঃ জকিগঞ্জ থানা হাজতে গতকাল এক হাজতি প্রেমিক গলায় ফাঁস দিয়ে আত্বহত্যার চেষ্টা চালায়। পুলিশ তাৎক্ষণিক তাকে উদ্ধার করে জকিগঞ্জ সরকারী হাসপাতালে নিয়ে তার চিকিৎসা করে। আটক হাজতি সুলতানপুর ইউনিয়নের বিলপার গ্রামের ফয়জুল ইসলামের পুত্র রুমেল আহমদ (১৯)।
জানা যায়, কিশোরী অপহরণের অভিযোগে গতকাল মঙ্গলবার কালিগঞ্জ এলাকা থেকে এক প্রেমিক যুগলকে আটক করে পুলিশ। থানা হাজতে থাকা অবস্থায় রুমেল হাজতখানার ভিতরে থাকা একটি কম্বল ছিড়ে হাজতের ছাঁদের বৈদ্যুতিক বাল্বের নেটের সাথে জড়িয়ে গলায় ফাঁস দিয়ে আত্বহত্যার চেষ্টা করে। জকিগঞ্জ থানার ওসি জামশেদ আলম ঘটনার সত্যতা স্বীকার করেন।