আবু নছরের বাসভবনে সন্ত্রাসী হামলায় জেলা ছাত্রলীগের নিন্দা
সিলেট জেলা আ’লীগের সাবেক সভাপতি ও বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় উপদেষ্টামন্ডলীর অন্যতম সদস্য, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও বঙ্গবন্ধুর ঘনিষ্ট সহচর বর্ষীয়ান নেতা এড. সৈয়দ আবু নছরের বাসভবনে ন্যাক্কারজনক সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জেলা ছাত্রলীগের সভাপতি এম এ সামাদ ও সাধারণ সম্পাদক এম. রায়হান চৌধুরী।
এক প্রতিবাদ বার্তায় তারা বলেন, এডভোকেট সৈয়দ আবু নছরের বাসায় হামলাকারী সন্ত্রাসীদের গ্রেফতার ও এর নৈপথ্যে জড়িত জনৈক কাউন্সিলরদের আইনের আওতায় নিয়ে আসার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি জোর দাবী জানান।
বাংলাদেশ ছাত্রলীগ সিলেট জেলা শাখা যে কোন বিষয়ে শান্তিপূর্ণ সমাধানে বিশ্বাস করে, তা না করে রাতের আঁধারে ভাড়াটে সন্ত্রাসী লেলিয়ে দিয়ে আওয়ামীলীগের দূর্দিনের ত্যাগী এই নেতার বাসায় হামলা ও ভাংচুর সিলেট জেলা ছাত্রলীগ কোন ভাবেই মেনে নিতে পারে না। অত্র এলাকার শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার স্বার্থে ঘটনার সুষ্ঠু তদন্তের দাবী জানান। অন্যথায় জেলা ছাত্রলীগ এই প্রবীণ নেতার নিরাপত্তার স্বার্থে কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হবে। বিজ্ঞপ্তি