বিশ্বনাথে ৩৭ বোতল মদ উদ্ধার
বিশ্বনাথ প্রতিনিধি: ৩৭ বোতল অফিসার চয়েজ মদ উদ্ধার করেছে থানা পুলিশ। গতকাল মঙ্গলবার বিশ্বনাথের লামাকাজি ইউনিয়নের দিঘলী গ্রামের একটি ডুবা থেকে পরিত্যক্ত অবস্থায় মদ উদ্ধার করা হয়। ৫০০ এমএল এ মদের দাম প্রায় ১১হাজার ১শত টাকা বলে জানাগেছে।
থানার এস.আই শামীম আকঞ্জি জানান, মদ, উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। তিনি বলেন, ব্যবসা করার উদ্দেশ্যে এ মদ আনা হয়েছে। সঠিকভাবে বলা যাচ্ছেনা কে বা কারা জড়িত আছে। তবে কোয়ারিতে বেরিয়ে আসবে কারা আছে।